fbpx
Friday, July 23, 2021
Homeরাজ্যফের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তর দলত্যাগের জল্পনা

ফের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তর দলত্যাগের জল্পনা

বারাকপুরের তালপুকুর এলাকায় আসন্ন দুর্গা পুজো উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠানে যোগদান করে বিধায়ক শীলভদ্র দত্ত নিজের দলত্যাগের জল্পনা উস্কে দিয়ে শীলভদ্র দত্ত বলেন “আমি ১০ বছর ধরে বারাকপুরের মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি । সবটা করে উঠতে পারিনি। সবটা করে উঠতে না পারার দায় আমি কারও উপর চাপাতে চাই না, বিধায়ক হিসেবে সব দায় আমার। এবছর আমি পুজোর এই অনুষ্ঠান করছি, পরের বছর আমি হয়ত এই অনুষ্ঠান করব না। নতুন কেউ জনপ্রতিনিধি পরের বছর থাকবে, সে আপনাদের সঙ্গে থাকবে আশা করি। আগামী বছর ভোটের পরে পুজো, তাই আমি থাকব কি না জানি না ।”

শীলভদ্র দত্তের এই মন্তব্যের পরেই সংবাদ মাধ্যমের মাধ্যমে তাকে বি জে পি তে তাকে যোগদানেরআহ্বান জানান বি জে পি নেতা অর্জুন সিং। গতবছর লোকসভা নির্বাচনের পর থেকেই একসময়ে মুকুল রায়ের ঘনিষ্ঠ শীলভদ্র দত্তর বি জে পি তে যোগদানের জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। একসময় ফেসবুকে তিনি লিখেছিলেন,’ দমবন্ধ হয়ে আসছে, মন চাইছে মুক্ত আকাশ’। এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়।ব্লক স্তরের রদবদল নিয়ে রাজ্যসভার সাংসদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত এরপরই ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতৃত্বের বিরাগভাজন হন তিনি .

যদিও আজকের মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হওয়ায় এই বিষয়ে সংবাদমাধ্যমকে শীলভদ্র জানান, “এমন মন্তব্য আমি করেছি কারণ সামনের বছর পুজোর আগে একটা নতুন লড়াই আছে। সেখানে কেউ নিশ্চই নতুন করে জিতে আসতে পারে। আপনারা যেটা ভাবছেন সেটা নয়”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম