Home বিনোদন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চাঞ্চল্য তথ্য সামনে এল! জানুন বিস্তারিত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চাঞ্চল্য তথ্য সামনে এল! জানুন বিস্তারিত

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর পর থেকে গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ব্র্যান্দ্রয় তার মৃত দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর থেকেই তার মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। তদন্ত এ প্রতিদিন প্রায় নতুন নতুন তথ্য উঠে আসছে। মাত্র ৩৪ বছর বয়সে এই অভিনেতা কেনো আত্মহত্যা করলো এই নিয়ে নানান প্রশ্ন উঠে এসেছে। অভিনেতার হঠাৎ এই রকম ভাবে আত্মহত্যা নিয়ে নানান রকমের আলোচনা শুরু হয়েছে। নবীন অভিনেতার ভক্তরা যেন আজও ভুলতে পারছেন না তাকে।

সুশান্ত সিং রাজপূতের এরকম অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে অনেকই আত্মহত্যা হিসেবে মেনে নিতে চাইছেন না অনেকেই বলছেন যে সুশান্ত কে খুন করা হয়েছে। সুশান্ত এর মৃত্যুর রহস্য নানা তথ্য পাওয়া যাচ্ছে। এরপর সুশান্ত এর মৃত্যুর তদন্ত এর দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। সিবিআই এই তদন্তের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই বিভিন্ন চাঞ্চল্য কর তথ্য উঠে আসছে। এবার সুশান্ত এর মৃত্যু সম্মন্ধে মুখ খুলেন সুশান্ত এর প্রাক্তন সহায়ক অঙ্কিত আচার্য। তিনি দুই বছর সুশান্ত এর সাথে কাজ করেছেন।

অঙ্কিত আচার্য বললেন সুশান্ত কে খুন করা হয়েছে কারণ তার মৃত দেহের চিহ্ন গুলো সব খুনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। সুশান্ত এর মৃত দেহের ছবি সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয়েছে। সুশান্ত যদি আত্মহত্যা করতেন তাহলে তার গলার দাগ ইউ এর শেপে হতো কিন্তু সুশান্ত এর গলার দাগ ইংরেজি অক্ষর ও এর শেপে এ থেকে বোঝা যাচ্ছে সুশান্ত আত্মহত্যা করেননি। সুশান্ত কে খুন করা হয়েছে। এছাড়াও তিনি বললেন তিনি তার মোবাইলে প্রায় প্রতিদিনই সুশান্ত এর মৃত দেহের ছবি ভালো করে দেখে তিনি বললেন আত্মহত্যা করলে সুশান্ত এর জিভ বেরিয়ে থাকতো কিন্তু সুশান্ত এর জিভ বেরিয়ে ছিল না।

অঙ্কিত আচার্য বললেন সুশান্তকে তার পোষ্য কুকুর ফাজ এর বেল্ট গলায় পেঁচিয়ে খুন করা হয়েছে। সুশান্ত এর গলার দাগ টা ফাজ এর বেল্ট এর দাগ। ফাজ এর বেল্ট দিয়েই শ্বাসরুদ্ধ করে খুনি খুন করেছেন সুশান্তকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম