দৈনিক ডেস্ক:বেশ কয়েক মাস আগেই বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলি চালানোতে প্রান হারিয়েছিলেন একজন ভারতীয় নাগরিক সহ আহত হয়েছিল ২ জন।ঠিক প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি এইদিন বিহারের কিষাণগঞ্জ ভারত-নেপাল সীমান্তে আবারো নেপালের পুলিশের গুলিতে জিতেন্দ্র সিংহ নামে বছর ২৫ এর যুবক আহত হয় বলে জানা গিয়েছে। এর পরেই সেই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর সূত্রে জানা যায়, এইদিন ফতেপুরের বাসিন্দা জিতেন্দ্র ও তার সাথে তার দুই বন্ধু গুলশন কুমার সিংহ ও অঙ্কিত কুমার সিংহ সন্ধেবেলায় গরু খুঁজতে বের হয়,এর পরেই নেপালের পুলিশ আচমকাই গুলি চালাতে শুরু করে দেয়। নেপাল পুলিশের গুলিতে জখম হয় জিতেন্দ্র, এর পরেই গুরুতর অবস্থায় তাকে স্থানীয় সাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেই তাকে পূর্ণিয়ার একটি হাসপাতালে রেফার করা হয় বলে খবর।
গোটা গ্রামের মানুষেরা খবর পেয়েই ঘটনা স্থলে এসে বিক্ষোভ দেখানো শুরু করে। এর পরেই ঘটনার তদন্তে সীমান্তরক্ষীর ব্যাটেলিয়ান সহ পুলিশ সেখানে উপস্থিত হয়ে গ্রামবাসীদের শান্ত করেন তাদের সাথে কথাবাত্রার মাধ্যমে ঘটনার বিশদ জানতে পারে গ্রামবাসীদের কাছ থেকে। এর পরেই পলিশসুপার কুমার আশিস জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ।