Home রাজ্য চুটিয়ে চলছে মধুচক্র ব্যবসা!পানহাটিতে বাড়ির মালিক সহ ধৃত ১১জন

চুটিয়ে চলছে মধুচক্র ব্যবসা!পানহাটিতে বাড়ির মালিক সহ ধৃত ১১জন

দৈনিক খবরঃকরোনা আবহে যেখানে রাজ্যের বেশ কিছু জায়গায় পুনরায় লকডাউন করা হয়েছে, সেই পরিস্থিতিতে প্রশাসনের আড়ালে চলছে নিকৃষ্ঠ অসামাজিক কাজ কর্ম।স্থানীয়দের তৎপরতায় অভিযোগ করা হলে পুরসভার একটি বাড়ি থেকে ১০জনকে গ্রেফতার করলো পুলিশ।২৪পরগনার ব্যারাকপুর মহকুমার আগরপাড়া শক্তিপুর অটোস্ট্যান্ডের কাছেই একটি বাড়ি, বেশকিছুদিন ধরে এই বাড়িতে কুকর্মের কিছু একটা চলছিল বলে হদিশ পায় লোকাল লোক জন এমন কি অনেকেই জানান, গত কয়েক বছর ধরেই রাতে বিভিন্ন সময়ে নারী পুরুষেরা একসাথে এখানে আসতো।

গত শুক্রবার রাতে কিছু মানুষের সন্দেহ হলে সকলে সেখানে গিয়ে হাতে নাতে ধরতে পারে, এর পরেই খড়গদহ থানায় খবর দেওয়া হয়।খবর সূত্রে জানা যায়, একজন ব্যক্তি ছাদ থেকে দেখে তার সন্দেহ হলে কয়েকজনকে ডেকে নিয়ে সেই বাড়িতে জান, সেখানে মদ্যপান করে অশালীন অবস্থায় প্রথমেই একটি ছেলে ও মেয়েকে দেখতে পান, এর পরেই দুজনকেই পাকড়াও করা হলে সেই দেখে আরও ৪জন যুবক মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।

এর পরেই পুলিশ ঘটনা স্থলে পৌছে,সেই বাড়ি থেকে মহিলা সহ পুরুষদের বাড়ি থেকে বের করে নিয়ে থানায় যায়।সেখান স্থানীয়রা অভিযোগ করেন,বাড়ির মালকিন প্রতিমা দত্ত নামে একজন এই মধুচক্র চালাতেন, পাড়ার মধ্যে এইরূপ অসামাজিক কাজকর্ম সামাজিক সুস্থতাকেও অসুস্থ করে তুলেছিল। তাদের বাড়ির ছেলে মেয়েরা রয়েছে এই সমস্ত ঘটনা সমাজের ছোটদের ওপর প্রভাব ফেলতে পারে।

শুক্রবার রাতেই অভিযুক্ত বাড়ির মালকিন প্রতিমা দত্তকেও হেফাজতে নেওয়া হয়।পুলিশ জানায় ধৃত মহিলাদের মধ্যে ৫জনের বাড়ি রয়েছে বাইরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম