Home জলপাইগুড়ি ১২ কেজি ওজনের দৈতাকৃতি এক চিতলের বিরল দৃষ্টান্ত ধরা পড়ল জলপাইগুড়ির রাজবাড়ী...

১২ কেজি ওজনের দৈতাকৃতি এক চিতলের বিরল দৃষ্টান্ত ধরা পড়ল জলপাইগুড়ির রাজবাড়ী দীঘিতে

মৎসপ্রেমিদের জন্য একটি দুর্দান্ত খবর।প্রতিটি বাঙালির কাছেই ইলিশ,চিতল এইসমস্ত মাছের তুলনাই হয় না।এমনই এক চিতল মাছ, তাও আবার ১২কেজি ওজনের দেখা পাওয়া গেলো জলপাইগুড়ির রাজবাড়ী দীঘিতে।

স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতোই আজ সকালেও জলপাইগুড়ির এক মৎস্য শিকারি বাপ্পা দাস যান রাজবাড়ী দীঘিতে মাছ ধরতে।তার হুইলে ধরা পরে এক বৃহদাকৃতির মাছ।দীর্ঘসময় প্রচেষ্টা চালানো পর স্থানীয় লোকেরা সাহায্যে বাপ্পাবাবু ওই মাছ টিকে জল থেকে তুলতে সক্ষম হন।সেই বৃহদাকৃতির মাছটি হল ১২কেজি ওজনের একটি চিতল।

মাছ শিকারি বাপ্পাবাবুর বক্তব্য দীর্ঘ ৪০বছরের অভিজ্ঞতায় তিনি এত বড় মাছ শিকার করেন নি। ইতিমধ্যে এই বিরল দৃষ্টান্ত এর সাক্ষী হতে সেখানে জমায়েত হয় প্রচুর স্থানীয় লোকের।তারা প্রত্যেকে এই ঘটনায় আনন্দিত।

বাপ্পা বাবু জানান এই দীঘিতে হাতে গোনা এমন বড় মাপের মাছ কয়েকটি পাওয়া যায়,তার মধ্যে এটি একটি এই চিতল। দীর্ঘ ৪০বছরে এমন আকৃতির চিতল এই দেখা মিলল।মাছটি ধরে বাপ্পা বাবু খুবই খুশি।তিনি আরও জানান এই মাছটি বিক্রি না করে স্থানীয় মানুষজন দের মধ্যে ভাগ করে নেওয়া হবে।এই বিরল দৃষ্টান্ত টি খুবই সারা ফেলে দিয়েছে জলপাইগুড়ি রাজবাড়ী সংলগ্ন এলাকায়।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম