Home দেশ অন্তত ২০০ রাউন্ডের মতো গুলি চললো লাদাখ সীমান্তে! চরম উত্তেজনা

অন্তত ২০০ রাউন্ডের মতো গুলি চললো লাদাখ সীমান্তে! চরম উত্তেজনা

মস্কোয় ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা আলোচনার ঠিক আগেই সেপ্টেম্বরের গোড়ায় পূর্ব লাদাখের উত্তর প্রান্তে ১০০ থেকে ২০০ রাউন্ড ‘ওয়ার্নিং শট’ চালিয়েছে ভারত ও চিনা সেনা।গত ১০ তারিখ মস্কোয় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের এস জয়শঙ্কর। তার কয়েকদিন আগেই, হাওয়াই ফায়ার এর এই ঘটনা সামনে আসে বলে সূত্রের খবর।

খবর অনুযায়ী, চিনা সেনার ওপর নজর রাখার জন্য প্যাংগং লেকের উত্তর প্রান্ত বেশ কয়েকটি পাহাড়ের চূড়ায় নিজেদের ছাউনি তৈরি করছিল ভারতীয় সেনা। সেই সময় চিনাদের তরফে ওই ‘ওয়ার্নিং শট’ চালানো হয়।এর পরেই চিনের প্রশ্নের পাল্টা জবাব দেন ভারতের বীর সেনারা।

বৈঠকের শেষে উভয় পক্ষই যৌথ বিবৃতি জারি করে যেখানে সীমান্তে শান্তি ফেরাতে পাঁচ দফা পরিকল্পনা পেশ করা হয়।যেখানে সীমান্তে উভয় পক্ষই বার্তালাপের দ্বারা কোনো সমস্যার আলোচনা করতে পারে,দূরত্ব বজায় রেখে এবং সহজেই অস্ত্রের ব্যাবহারে আগ্রহ না দেখানো আরও বিভিন্ন বিষয়ে শর্ত পেশ করা হয়।

গত সপ্তাহেও প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় ছাউনির দিকে ফের একবার এগিয়ে আসে চিনা সেনা।সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চার পাহাড়ের চূড়া চিনা-কব্জামুক্ত করে পুনর্দখল করেছে ভারতীয় সেনা। সেই’ গু’ লি হল গুরঙ্গ হিল, মগর হিল, মুখপরি ও রেচিং লা। এই চূড়াগুলিতে নিজেদের ছাউনির চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম