এবারে দামি এবং বহু বছরের কিছু মূর্তির পাচারকে রুখে দিল কাস্টমস আধিকারিকেরা।একটি দুটি নয় প্রায় ২৫ খানা মূর্তিকে অবৈধভাবে পাঁচারের পরিকল্পনাকে রুখে দেয় কলকাতা কাস্টমস।জানা গিয়েছে, একটি ধানভর্তি ট্রাকে করেই সেই মূর্তিগুলোকে পাঁচার করা হচ্ছিলো,এর পরেই কাস্টমস আধিকারিকেরা মূর্তিগুলোকে উদ্ধার করে। আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া মূর্তি গুলোর বাজার মূল্য প্রায় ৪০কোটি টাকার কাছাকাছি।
রাজ্যের শুল্ক কমিশনারেট কর্তারা গোপনসূত্রে খবর পেয়ে,কালিয়াগঞ্জ এলাকায় হানা দেয়। প্রাথমিক অনুমান করা হয়েছে,দক্ষিণ দিনাজপুর থেকে ট্রাকে করে সেই মূর্তি আনা হয়েছিল বাংলাদেশে পাঁচারের উদ্যেশে।সূত্রের খবর,উদ্ধার হওয়া ২৫টি মূর্তি ভারতের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে।উদ্ধার হওয়া মূর্তিগুলো হিন্দু দেবদেবীর মূর্তি।এছাড়াও ১১টি পোড়ামাটির মূর্তিও উদ্ধার হয়েছিল।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া মূর্তি গুলোর মধ্যে রয়েছে,মনসা দেবী, বিষ্ণু,পার্বতী এবং সূর্যের পাথরের মূর্তি। মূর্তি গুলোকে উদ্ধারের পরেই সেগুলোকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এর এবং হেরিটেজ জাদুঘরের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়,এর পরেই মূর্তিগুলোর পর্যবেক্ষন এর পর সেগুলোর বাজার মূল্য ৪০কোটি টাকার কাছাকাছি বলে দাবি করেন তারা। মূর্তি পাঁচারের এই রূপ ঘটনায় অনেকেই হতভম্ব সাথেই কাস্টমস আধিকারিকদের সফলতায় খুশি অনেকেই।