fbpx
Thursday, July 29, 2021
Homeরাজ্যদুর্গাপুর অম্বুজায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩!

দুর্গাপুর অম্বুজায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩!

দুর্গাপুরের অম্বুজাতে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের অবসরপ্রাপ্ত ডাক্তারের বাড়িতে ডাকাতি হবার ১০ দিন পরেই পুলিশের অভিযুক্ত ৩জনকে পাকড়াও করে পুলিশ। দুর্গাপুর থানার পুলিশের তৎপরতায় বড়োরকমের সাফল্য পায় পুলিশ।

খবর সূত্রে জানা গিয়েছে,২৭শে জুন দুর্গাপুরের অম্বুজার বাসিন্দা ইস্পাত হাসপাতালের অবসরপ্রাপ্ত একজন ডাক্তারের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।জানা গিয়েছে, সেই চিকিৎসককে বেঁধে তার কাছথেকে মোবাইল, নগদ টাকা সমেত বেশকিছু মূল্যবান সামগ্রী নিয়ে মোটরসাইকেলে চম্পট দেয় দুষ্কৃতিরা।এরপরই ঘটনায় পুলিশের আধিকারিকেরা তদন্তে নেমে মাত্র ১০ দিনের মধ্যেই উপযুক্ত প্রমান সমেত অপরাধীদের পাকড়াও করে।দুর্গাপুর পুলিশের কমিশনারেট এডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা জানান, চুরি যাওয়া মোবাইল ফোন এবং ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক গুপ্তা জানান,চুরি হওয়া মোবাইল ফোন সমেত টাকা এবং কিছু সোনার গহনা উদ্ধার হয়েছে এবং পলায়নকারীদের মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।ঘটনায় অভিযুক্ত একজন ওই ডাক্তারের বাড়িতেই বাগান পরিষ্কারের কাজ করতেন বলে জানা গিয়েছে।সেখান থেকেই ওই ব্যক্তি আরও দুজনকে সাথে নিয়ে এই ডাকাতির ছক কষেছিল।বৃহস্পতিবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম