fbpx
Friday, July 30, 2021
Homeজলপাইগুড়িময়নাগুড়ির এক গ্রামে একদিনে ৩৪জনের রিপোর্ট পজিটিভ! আতঙ্কিত গ্রামবাসী

ময়নাগুড়ির এক গ্রামে একদিনে ৩৪জনের রিপোর্ট পজিটিভ! আতঙ্কিত গ্রামবাসী

বিশ্ব জুড়ে চলছে করোনা ভয়াবহ পরিস্থিতি। করোনা কে রুখতে প্রায় চলছে লক ডাউন। দফায় দফায় চলছে লক ডাউন এর মধ্যেও দেশ তথা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ছে করোনার প্রকোপ। মানুষ সবসময় আতঙ্কিত হয়ে রয়েছেন। এক ধাক্কায় নানা জায়গায় বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত এর সংখ্যা।

সম্প্রীতি ময়নাগুড়ি মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েত এর ভুস্কাডাঙ্গা এলাকায় করোনা নিয়ে সৃষ্টি হয়েছে এলাকায় চাঞ্চল্য। ময়নাগুড়ির ওই পাড়ায় একদিনে ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছে। সেই নিয়ে এলাকা জুড়ে ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে এলাকা বাসী ভীষণ ভয়ভীত হয়ে আছে। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভম রায় বসুনিয়া একথা জানালেন। তিনি এও বলেন এর আগে ওই পাড়ার একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার একজন গাড়ির ড্রাইভার হসপিটালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন তিনি কিছুদিন থেকে জ্বর এ ভুগছিলেন। কিন্তু তারপর তিনি মারা গেছেন। এরপর বৃহস্পতিবার সকালে ওই পাড়াতে রেপিড আন্টিজেন টেস্ট করা হলে ওই পাড়াতে ৩৪ জনের করোনা টেস্ট রিপোর্ট পসিটিভ আসে। এই নিয়েই শুরু হয়ে যায় ওই পাড়াতে শোরগোল। এক ধাক্কায় পুরো ভয়ভীত হয়ে যায় এলাকাবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম