জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri) শুরু হল উচ্ছেদ অভিযান আনা হল ৪০০ বুলডোজার

এলাকায় জড়ো করা হয়েছে প্রায় ৪০০ বুলডোজার। গোটা অভিযান ঘিরে ফের উত্তেজনা জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri)।

জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri) শুরু হল উচ্ছেদ অভিযান আনা হল ৪০০ বুলডোজার
Jahangirpuri

এবার জাহাঙ্গিরপুরীতে শুরু হল বস্তি উচ্ছেদ অভিযান (Jahangirpuri Encroachment Drive)। এলাকায় বেআইনি দখলদারি উচ্ছেদে ৪০০ বুলডোজার (Bulldozers) আনা হয়েছে দিল্লির জাহাঙ্গিরপুরীতে। সংঘর্ষের পর বুলডোজার অভিযানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বিতর্কিত এই এলাকা। 

উত্তর-পশ্চিম জাহাঙ্গিরপুরীতে বেআইনি বাড়ি-ঘর ভেঙে ফেলা হবে। দিল্লির BJP সভাপতি আদেশ গুপ্তা জাহাঙ্গিরপীর ‘বেআইনি দখলদার’দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। এরপরই এই নির্মাণকাজগুলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে উত্তর দিল্লি পুরসভা (NDMC)। সেই মতো অভিযান শুরু হল বুধবার। এদিকে, আপ (AAP) নেতা আমানাতুল্লাহ খান BJP শাসিত পুরসভার এই নির্মাণকাজকে উদ্দেশ্যপ্রণোদিত বলে সোচ্চার হয়েছেন। এদিকে, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র রাজা ইকবাল সিং বলেন, ''দিল্লি জুড়ে উচ্ছেদ বিরোধী অভিযান চলবে। এর আগেও আমরা এই ধরনের অভিযানের জন্য নিরাপত্তার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু, নানা কারণে তখন সেই ব্যবস্থা নেওয়া হয়নি।''

রাস্তার উপরে সারিবদ্ধভাবে থাকা ঠেলা থেকে বস্তি, এক এক করে সবটাই ভাঙা হচ্ছে। পুরসভার অভিযোগ, এগুলি সবই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এদিকে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনাস্থলে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ শীর্ষ আদালতের। একইসঙ্গে এদিন সকাল থেকেই জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri) মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।