মেয়াদ শেষ হয়ে গিয়েছে কলকাতা পুরসভার, করোনার কারণে প্রশাসক মণ্ডলী গঠন করে চালানো হচ্ছে কাজ। কবে কলকাতা পুরসভার ভোট হবে, তা এখনও স্পষ্ট নয়। অনেকেরই ধারনা, বিধানসভা নির্বাচনের আগে বা একইসঙ্গে হতে পারে কলকাতা পুরসভার ভোট।এই পরিস্থিতি তেই উত্তর কলকাতার বাসিন্দা শরদকুমার সিংহের সুপ্রিম কোর্টে করা মামলার প্রেক্ষিতে কলকাতা পুরসভার ভোট করানো কবে সম্ভব হবে, দেশের শীর্ষ আদালত তা জানতে চেয়েছে কমিশনের কাছে।আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। রাজ্য নির্বাচন কমিশনসূত্র থেকে জানাযাচ্ছে ভোটের জন্য তারা প্রস্তুত,রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রয়েছে, তবে করোনা পরিস্থিতির বদল হয়নি তাই পুরভোটে নিয়ে নিজেদের এই ব্যাখ্যার পাশাপাশি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের ওপরেই নজর থাকছে রাজ্য নির্বাচন কমিশনের। তবে তারা ভোটের জন্য প্রস্তুত। সুপ্রিম কোর্টে কমিশনের দেওয়া হলফনামায় সেই তথ্য থাকবে বলে খবর।
সুপ্রিম কোর্টে আবেদনকারী শরদকুমার সিংহের আর্জি, দ্রুত পুরভোট করানো হোক। আর নির্বাচন হওয়া পর্যন্ত আদালত নিযুক্ত একটি কমিটি পুরসভার মাথায় বসানো হোক। অপরদিকে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে শাসকদল তৃণমূল, সাম্প্রতিক পরিস্থিতিতে কলকাতার সংগঠনে ব্যাপক রদবদল করেছে তারা । তৃণমূল নিযুক্ত ভোটকুশলী প্রশান্ত কিশোর কলকাতার প্রতিটি ওয়ার্ডের জন্যে সুনির্দিষ্টভাবে রিপোর্ট তৈরি করেছেন। তাতে ইতিবাচক রিপোর্ট আসা ব্যক্তিরাই সভাপতি পদে জায়গা পেয়েছেন। যদিও কলকাতার ৮২ নম্বর ও ১৩১ নম্বর ওয়ার্ডে সভাপতি পদেও এখনও কোনও নাম নির্ধারন করে উঠতে পারেননি তৃণমূল নেতৃত্ব।