ভারত তার শত্রুদের যেকোনো রকমের আক্রমনের উত্তরদিতে তৈরী।বর্তমানে নৌ এবং বিমান সবদিক থেকেই নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে তৎপর ভারত সরকার,তাই স্থলপথ, হাওয়াই পথ এর সাথে সাথে এবারে জল পথে শত্রুদের পরাস্থ করতে সামুদ্রিক ক্ষমতা বাড়াচ্ছে ভারত।সাবমেরিন প্রস্তুতের লক্ষ্যে ভারতের আর তাতে করেই সমুদ্রে চিনের দাদাগিরি শেষ! জানা গিয়েছে,ভারত ৫৫,০০০ কোটি টাকায় কিনতে চলেছে ৬ টি সাবমেরিন।
সূত্র জানায়, পি-75I নামের এই মেগা প্রকল্পের জন্য সাবমেরিনের স্পেসিফিকেশন ভারতীয় নৌবাহিনীর পৃথক দল অক্টোবরের মধ্যে আরএফপি জারির জন্য নিয়োজিত রয়েছে।জানা গিয়েছে, এই সাবমেরিনগুলি ভারতে হাইপিড কৌশলগত অংশীদারিত্বের মডেলের অধীনে নির্মান করা হবে এবং লক্ষ্য হলো, দেশীয় সংস্থাগুলিতে প্রতিরক্ষ বিষয়ক অস্ত্র নির্মাণের একটি প্লাটফর্ম তৈরি।প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য দুটি ভারতীয় শিপইয়ার্ড এবং পাঁচটি বড় বিদেশী প্রতিরক্ষা সংস্থাকে নির্বাচিত করেছে।
বর্তমানে ভারতের কাছে রয়েছে নৌসেনাবাহিনীতে ১৫ টি প্রচলিত সাবমেরিন এবং দুটি পারমাণবিক সাবমেরিন এছাড়াও ভবিষৎতেও নতুন করে ২৪টি সাবমেরিন প্রস্তুতের চিন্তা ভাবনা রয়েছে।দেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতেই মূলত এই প্রকল্প গ্রহণ।