Home কোচবিহার বয়স ৭১ হওয়া সত্যেও করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঝর্না সাহা!...

বয়স ৭১ হওয়া সত্যেও করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঝর্না সাহা! গ্রামবাসীর পুষ্পবৃষ্টি

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ মনে বিশ্বাস এবং জোর থাকলে কিনা সম্ভব, এমনটাই প্রমান করেদিলেন কোচবিহার জেলার দিনহাটার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ঝর্না সাহা যার বয়স ৭১ বছর।ঝর্না দেবীর করোনা জয়ের খবর আসতেই তার পাড়ার বসবাসকারী সকলেই তার বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এর পর বাড়ি আসতেই তাকে তার পারা প্রতিবেশীরা ফুল ছিটিয়ে সংবর্ধনা দেয়।

জানা গিয়েছে, ৭১বছর বয়সী করোনা জয়ী বৃদ্ধা শরীরে তার একাধিক সমস্যা যেমন,ব্লাড সুগার, থাইরয়েড সহ একাধিক রোগ, কিন্তু তার বিশ্বাস ও মনবল তাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে।বৃদ্ধার করোনা পজিটিভ আসতেই খুব চিন্তায় পরে তার পরিবারের সদস্যেরা কিন্তু সবাইকে চিন্তা মুক্তি দিয়ে নিজের বাড়ি ফিরে এলেন তিনি।

আরও পড়ুনঃ নবান্নের নতুন নির্দেশিকা! লকডাউনের রদবদল নিয়ে জল্পনা রাজ্যজুড়ে

কোচবিহার কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, ডাক্তার,নার্স থেকে শুরু করে সকল মেডিক্যাল স্টাফের চেষ্টায় এবং নিজের মনের জোরে সুস্থ হয়েছেন ঝর্না দেবী।জানা গিয়েছে ঝর্না দেবীর গত ১৫জুলাই করোনা পজিটিভ ধরা পরে,এর পরেই তাকে সাথে সাথে কোচবিহার করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে, সেখানে ঝর্না দেবীর অন্যান্য শারীরিক সমস্যা যেমন, হাই ব্লাড সুগার, থাইরয়েড যার জন্যে তাকে নিয়ে চিন্তিতও ছিলেন ডাক্তাররাও।অনেকবার চিকিৎসার পর টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে কিন্তু শেষমেষ এইবার তার রিপোর্ট নেগিটিভ আসায় খুশি ডাক্তার, মেডিক্যাল স্টাফ থেকে শুরু করে তার আপনজন ও পাড়া প্রতিবেশীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম