দৈনিক খবরঃ কিছুদিন ধরেই বাংলাদেশ সহ ভারতবর্ষে বাংলাদেশি গায়ক নোবেলের নামে সমালোচনার ঝর উঠে।বেশ কিছুদিন থমকে গেলেও আজ নোবেল নিজেই স্বিকার করে নিল যে তাঁর একটি খারাপ মন্তব্যের কারনে তাকে ভারতে আসা ব্যান করে দিয়েছে।আজ নিজেই তাঁর অফিসিয়াল ফেসবুক থেকে এই কথাটি খুব আবেগপূর্ণ ভাবে জানালেন।তিনি ভাবতে পারেননি যে তাঁর এহেন মন্তব্যে তাকে এইভাবে মাসুল দিতে হবে।
পশ্চিমবঙ্গের জি বাংলা চ্যানেলের বিখ্যাত অনুষ্ঠান সা রে গা মা পা থেকেই নোবেলের জনপ্রিয়তা।খুব অল্প সময়েই নিজের গলায় গান গেয়ে বাংলাদেশ সহ ভারবাসীর মন জয় করে নিয়েছিল।আস্তে আস্তে তাঁর সমস্ত প্রতিদ্বন্দ্বী দের হারিয়ে ফাইনালে।কিন্তু ফাইনালে তৃতীয় হওয়ায় খারাপ মন্তব্য করে জাজ দের উপর।এই ঘটনায় অনেকে ক্ষিপ্ত হয়ে উঠেন।কারণ একজন সাধারণ গায়ক থেকে এতদূরে আসা সবটিই সা রে গা না পা এর কৃতিত্ব। যেই গায়ককে আগে বাংলাদেশের জনগনই চিনত না, তখন পশ্চিমবঙ্গ সহ প্রায় গোটা ভারতবর্ষই চিনে গেছে।সা রে গা মা পা শো এর পরই বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়েও কুমন্তব করেন নোবেল।নোবেলের বক্তব্য তাদের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” গানটি নাকি ভালো নেই,অর্থহীন। এই কথার পরই নোবেলের জনপ্রীয়তার ফাটল ধরে।বাংলাদেশের লোকেরাই শুরু করে নিন্দা।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবে অপমান করায় পশ্চিমবঙ্গের মানুষও ক্ষেপে যায় নোবেলের উপর।
কয়েক মাস আগে নোবেল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কুমন্তব্য করায় বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষে শুরু হয় তীব্র সমালোচনার ঝর।পরে অবশ্য সোশ্যাল মেডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছিল কিন্তু তারপরেও মানুষের ক্ষোভকে কমাতে পারেননি নোবেল।উল্লেখ্য ত্রিপুরায় এই নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছিল।পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ তখন নোবেলের বিপক্ষে। নোবেল কে যেন আর কোনো মতেই ভারতবর্ষে ঢুকতে দেওয়া না হয় এই প্রস্তাব রাখেন অনেকেই।তারপরেও নোবেলকে জোর গলায় বলতে দেখা গেছে যে “আমি তো ভারতে যাবই, আমাকে কেউ আটকাতে পারবেনা”। কিন্তু আজ হঠাৎ নোবেলের ” একটি বাজে কমেন্ট= সারা জীবন ব্যান”এইভাবে পোস্ট করে সবাইকে বিপাকে ফেলে দিল! তাহলে কি নোবেল সত্যি ক্ষমা চাইছে?