fbpx
Friday, July 30, 2021
Homeমালদামালদায় দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করলো একটি ক্লাব

মালদায় দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করলো একটি ক্লাব

মালদা, নিজস্ব প্রতিনিধি:-করোনার ধাক্কায় অলিম্পিক অস্কার থেকে এলোমেলো হয়ে গিয়েছে নববর্ষ, রথ ঈদ। এখন প্রশ্ন দুর্গাপুজো নিয়ে। এবার কী হবে পুজোয়? আসলে দুর্গাপুজো তো এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এই মহামিলন ঘিরে তার বাইরেও এর সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ব্যাপ্তি সুদূর প্রসারী। ফলে উৎসব বন্ধ হলে ব্যাপক ক্ষতি। তাই উৎসব হোক উপায় নেই। পূজার বাকি আর তিন মাস কিন্তু করোনা ভাইরাস এর দ্বৈত হানায় দুর্গা আজ অসহায় কেমন হতে চলেছে এবছরের দুর্গাপুজো জানা নেই কারোর। কারো চোখে ক্ষীণ আসা কারো আবার সেটাও নেই।

করোনার কারণে পুজোর ভিড়ে কি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? সব ক্লাব বা পাড়ার পুজোর বাজেট যে কমছেই তাতে কোনো সন্দেহ নেই। বাজেট কমিয়ে কোনো রকমে নমঃ নমঃ করে হলেও পূজোর পরিকল্পনা চলছে। আজ মালদা কালিতলা ক্লাবের উদ্যোগে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হলো একটি বৈঠক।

সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর প্রসেনজিৎ দাস ও ছিলেন ওই ক্লাবের অন্যান্য সদস্যরা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান করোনার আবহে ঘটা করে না হলেও পূজো হবে। সমস্ত নিয়ম মেনে অনুষ্ঠিত হবে পুজো ও ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে নানারকমের সাংস্কতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম