Dainik Khabor:- এক সঙ্গে দুটি বিয়ে দেখা গেছে অনেক জায়গায়। কিন্তু সেখানে দুজন ছেলে দুজন মেয়ের মধ্যে। কিন্তু কখনো কি শুনেছেন দুজন যুবতী কে একটি বিয়ের মণ্ডপে বিয়ে করতে একজন যুবক কে। এই রকম ঘটনা সিনেমা তে দেখা যায় অনেক সময় কিন্তু বাস্তবে এই রকম ঘটনা দেখা মুশকিল।
কিন্তু এমনি ঘটনা দেখা গেলো মধ্যপ্রদেশের বেতুলে।সন্দীপ উইক নামের এক যুবক একি সঙ্গে বিয়ে করলেন দুজন যুবতী কে।এই রকম বিয়েতে তাজ্জব গোটা জেলার মানুষ।এই যুবক যে দুজন কে বিয়ে করেছেন তাদের মধ্যে একজন হলেন সেই যুবকের প্রেমিকা আর অন্য জন হলেন বাড়ির পছন্দ করা যুবতী।যদিও তিন পরিবারের সম্মতি তেই এই বিয়ে বলে জানা গিয়েছে।
এদিকে করোনা মহামারীর জেরে বর্তমানে বিবাহ অনুষ্ঠান করার জন্য সরকারের কাছ থেকে অনুমতির প্রয়োজন হয়।তবে এইরকম বিয়ের আয়োজন সম্পর্কে কোনও রকম তথ্যই জেলা প্রশাসনকে জানানো হয়নি। তারা গোটা বিষয়টির তদন্ত করে দেখবে বলে জানা যাচ্ছে। এদিকে এই অদ্ভূত বিয়ের আইনি বৈধতা নিয়েও উঠছে এখন প্রশ্ন। কি করে এটা সম্ভব?