fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদনহট অবতারে ঝুমা বৌদির নাচের ভিডিও, মুহূর্ত্বে ভাইরাল

হট অবতারে ঝুমা বৌদির নাচের ভিডিও, মুহূর্ত্বে ভাইরাল

দুপুরে ঠাকুর পো ওয়েব সিরিজের অভিনয় দ্বারা ঝুমা বৌদি ওরফে মোনালিসার পদার্পন হয়েছিল। লক ডাউন এও নেটিজেনেদের মনোরঞ্জন এর জন্য নেট দুনিয়ায় অনেকের নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। মোনালিসাকে সকলে ঝুমা বৌদি বলে চেনেন।

সম্প্রীতি তিনি সুপার হিট “এ মেরা দিল প্যার কা দিবানা ” গানের নাচটি ভাইরাল হয়েছে। গানটিতে নাচার সময় ঝুমা বৌদি লাল শাড়ি ও স্লিভলেজ ব্লাউজ পরে নেচেছিলেন। আর পোস্ট করে ভিডিওটি ঝুমা বৌদি সকলকে গুড মরনিং জানিয়েছেন। নাচটি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। ঝুমা বৌদির সেই নাচ দেখে নেট দুনিয়া মুগ্ধ হয়েগিয়েছিল। ঝুমা বৌদির নাচ তারা যেন কিছুতেই ভুলতে পারে না।

এর আগেও ঝুমা বৌদির একটি নাচ নেট দুনিয়ায় ঝড় তুলে দিল। ” নকরে কিউ করদিয়া মেনু ” গানের নাচ ঝড় তুলে দিয়েছে। ঝুমা বৌদি সবুজ রঙের একটি শর্ট টপ পরে নাচছেন। সম্প্রীতি ভাইরাল হওয়া ভিডিওটি লাখের বেশি মানুষ ভিউ করেছেন।

মোনালিসা ওরফে ঝুমা বৌদি সকলের মনোরঞ্জন এর জন্য প্রায়ই নানা রকমের ভিডিওটি পোস্ট করেন। আর তার সব ভিডিও প্রচুর মানুষ দেখেন। বিভিন্ন সময় তাকে হট লুক এ দেখা যায় যার ফলে অনেকেই চোখ সরাতে পারে না তার দিক থেকে। মোনালিসার ইন্সট্রাগ্রাম এ তিন মিলিয়ন এর বেশি ফলোয়ারস। বর্তমানে ঝুমা বৌদির জনপ্রিয়তা প্রচুর। দর্শকদের বিনোদন করার জন্য তিনি নানা লুক এ দর্শক এর সামনে ধরা দেন। আর তার সব ভিডিও ও ছবি ভাইরাল হয় যায় সোশ্যাল সাইডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম