কলেজে ভর্তি হতে দরকার মাত্র ১টাকা!শুনলে সত্যিই অবাক করার মতোই কথা হলেও এটাই বাস্তব। বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেল ক্ষেত্রে ভর্তি বাবদ ফী মাত্র ১টাকা নিচ্ছে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ।করোনা সংক্রমণের দরুন অনেক ছাত্রদের পরিবারের ছাত্র-ছাত্রী যারা স্নাতক স্তরে ভর্তি হতে চান এবার তাদের কথা মাথায় রেখেছে এক অভিনব উদ্যোগ নেয় নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ কর্তৃপক্ষ।এর দ্বারা অনেক গরিব ছাত্ররা যারা টাকা পয়সার অভাবে শিক্ষালাভ থেকে দূরে চলে যায় তাদের কাছে শিক্ষাকে আরও আর্থিক দিক থেকে গ্রহণযোগ্য এবং পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে।
গত সোমবার থেকেই কলেজে স্নাতক স্তরে ভর্তি শুরু হয়েছে।জানা গিয়েছে, নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজটি ৭৩বছর পুরোনো একটি জনপ্রিয় কলেজ। অন্যান্য বারের তুলনায় এবারে কলেজে ভর্তির ফর্মের দামও অনেকটাই কম রাখা হয়েছে,এবছরে ফর্মের দাম মাত্র ৬০টাকা।গত বছরে স্নাতক স্তরে ভর্তির জন্যে যেখানে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে প্রায় ৩০০০বা তার অধিক টাকা লাগতো সেখানে বর্তমানে টাকা লাগছে মাত্র ১টাকা।কলেজ কর্তৃপক্ষ এর এই সিদ্ধান্তে হাসি ফুটেছে অনেক গরিব অসহায় ছাত্রদের।
এই অভিনব উদ্যোগে কলেজের অধ্যক্ষ ডঃ সঞ্জীব সাহা জানান,কলেজের পরিচালনা সমিতির সাথে আলোচনার দ্বারাই ভর্তি সংক্রান্ত বিষয়ে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১টাকায় ভর্তির সিদ্ধান্তের ফলে যাবতীয় খরচা কলেজ তহবিল থেকে বার করা হবে। এককথায় কলেজের এইরূপ সিদ্ধান্তে সকলেই খুব খুশি।