দৈনিক ডেস্ক:- শ্রীরামপুরের প্রভাসনগরে এইদিন মদ্যপ এক যুবকের সাথে বচসায় জড়িয়ে পরে মহিলার মৃত্যু হয় বলে খবর।ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় গৃহবধূকে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে শ্রীরামপুর থানাতে।
সেখানকার স্থানীয়রা জানায়,অভিযুক্ত যুবকের নাম আমল, সে প্রতিনিয়তই নেশা জাতীয় দ্রব্য পান করে এসে পাড়ায় চিৎকার চ্যাঁচামেচি করে,নোংরা ভাষায় গালিগালাজ করে।সোমবারে রাতেও ঠিক একই রকম করে সে যুবক তবে এইদিন অতিরিক্ত নেশায় সে দিপালী মুখ্যোপাধ্যায় নামে এক মহিলার বাড়িতে ঢুকে যায় এর পরেই সেখানে গিয়ে মহিলার সাথে অশালীন আচরণ করেন ও গালিগালাজ করেন বলে অভিযোগ। এর পরেই দিপালীদেবী তার বিরোধিতা করতে গেলে রীতিমতো পরিস্থিতি উচ্চমাত্রায় পৌছে যেতেই অভিযুক্ত অমল দিপালীদেবী কে সজোড়ে ধাক্কা দেয়, মাটিতে পরে সাথে সাথে জ্ঞান হারান দিপালীদেবী।
ঘটনার সংকেত পেতেই আসে পাশের বাড়ির লোক সমেত দিপালীদেবীর স্বামী দৌড়ে সেখানে আসে এবং সেখানে দিপালীদেবীকে জ্ঞান হারানো অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দিপালীদেবীকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
ঘটনার পরে অভিযুক্ত যুবক পালিয়ে যেতে গেলে, অতিরিক্ত নেশার দরুন টাল সামলাতে না পেরে রাস্তায় পরে যায় এবং আহত হয় এমনকি তাকে পরে হাসপাতালে ভর্তিও করা হয়। মৃত মহিলার স্বামী অভিযুক্ত যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। পারা প্রতিবেশী সকলেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন।