fbpx
Thursday, July 29, 2021
Homeবিনোদনঅসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অক্ষয় কুমার, দিলেন ১কোটি টাকা

অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অক্ষয় কুমার, দিলেন ১কোটি টাকা

বলিউড এর খুবই পরিচিত এবং সকলের পছন্দের অভিনেতা ‘অক্ষয় কুমার’। বলিউডে একাধিক সিনেমায় কাজ করেছেন অক্ষয় কুমার, বলিউড এর সাথেই সোসাল মিডিয়াতেও মানুষের পছন্দের অভিনেতাদের মধ্যে তিনি একজন।বলিউড খ্যাত এই অভিনেতা ব্যক্তিগত জীবনে তিনি একজন সরল এবং সাধারণ জীবন যাপনে বিশ্বাসী।

বর্তমানে বলিউড তারকার বয়স ৫২বছর, তবে শারিরীক ভাবে নিজেকে সুস্থ রাখার সাথে সাথেই প্রতিনিয়ত শরীরচর্চা চালিয়ে যান তিনি।শারীরিক দিক থেকে যেমন শক্তিশালী তেমনি সুন্দর মনের অধিকারী এই বলিউড অভিনেতা। গরিব, অসহায় মানুষদের কাছে একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এমনকি দেশের সেনাদের মনোবল বৃদ্ধিতেও এগিয়ে এসে সেনাদের সাথে দেখাও করেছেন তিনি।

বলিউড তারকা সোনু সুদ যেভাবে করোনা মহামারীতে মানুষের পাশে থেকেছেন সেই বিষয়ে আজ গোটা দেশের মানুষ তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তেমনি বলিউড তারকা অক্ষয় কুমার তার একাধিকবার দরিদ্র মানুষের পাশে থাকার চিত্র আমাদের সামনে এসেছে।

জানা গিয়েছে,রিয়াল হিরো অক্ষয় এবারে পরিবারের মতোই, এবারেও দেশের অসময়ে এগিয়ে এসেছেন। আসাম বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্যে তিনি তার ব্যক্তিগত উপার্জনের থেকে ১কোটি টাকা দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।এইবার প্রথম নয়, এর আগেও বলিউড এই অভিনেতাকে দেখা গিয়েছে মানুষের পাশে দাঁড়াতে। অক্ষয় কুমারের এই রূপ মানসিকতার জন্যে অনেকেই তাকে ধ্যনবাদ জানিয়েছেন এবং অভিনেতার সাফল্য কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম