fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনরিয়া চক্রবর্তীকে নিয়ে ট্রোল করা অক্ষয় কুমারের পুরানো টুইট ভাইরাল! রিয়াকে নিয়ে...

রিয়া চক্রবর্তীকে নিয়ে ট্রোল করা অক্ষয় কুমারের পুরানো টুইট ভাইরাল! রিয়াকে নিয়ে হাসাহাসি নেটপাড়ায়

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত এর মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে তার মৃত্যুর রহস্য উৎঘাটন এর তদন্ত । সিবিআই এর হাতে সুশান্ত এর তদন্তের দায়িত্ব যাওয়ার পর থেকে যেন প্রায় প্রতিদিন ফাঁস হচ্ছে সুশান্ত এর মৃত্যুর ঘটনা কে ঘিরে নতুন নতুন তথ্য । তার মৃত্যুর জন্য অনেকেই দায়ী করেছেন তার প্রেমিক রিয়া চক্রবর্তীকে।

রিয়া চক্রবর্তীর দিকেও সকলে তুলেছে অভিযোগ এর আঙ্গুল। তারপর থেকে প্রায় সিবিআই অধিকারীরা জিজ্ঞাসা বাদ এর জন্য ডাকছেন। সুশান্ত অনুরাগীরা রিয়াকে কেনো মতেই ছাড়বেন না এটা যেন পন নিয়েছেন। আর তারা তাদের পন যথারীতি পালন করছেন। সুশান্ত এর মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকে দায়ী করার পর থেকেই রিয়া চক্রবর্তীর পিছু ছাড়ছে না ট্রোল। তাকে নিয়ে প্রতিনিয়ত চলছে ট্রোল করা। নেটজগতে যেন রিয়া চক্রবর্তী হাস্যকর হয়ে দাঁড়িয়েছে।

এবার ভাইরাল হল অক্ষয় কুমারের পুরোনো টুইট যেখানে রিয়া চক্রবর্তী কে ট্রোল করেছিলেন অক্ষয় কুমার এই টুইট টি অক্ষয় কুমারের টয়লেট , এক প্রেমের কথা ছবির সময় এর। ছবিটি সবাই কে দেখার জন্য বলে রিয়া একটি মজার ভিডিও টুইট করেছিলেন। সেই টুইট আবার ভাইরাল হল।

টয়লেট ছবির প্রচারের জন্য রিয়া চক্রবর্তী ভিডিও টুইট করেছিলেন যে ভিডিও টিতে দেখা যাচ্ছে রিয়া টয়লেট এ যেতে চাইছেন কিন্তু সবগুলো টয়লেট এর দরজা বন্ধ। এবং তিনি বললেন ভারতে এমনিতেই টয়লেট কম আর আমি থাকতেও যেতে পারছিনা। এই টুইট এর উত্তরে অক্ষয় কুমার একটি টুইট করেন যেটাতে তিনি বলেন , হ্যা তোমার ব্যগ্রতা বুঝতে পারছি। ফের এই টুইট ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল হওয়ার সাথে সাথে রিয়া চক্রবর্তী কে নিয়ে নেটজগত হাসি তামাশার বন্যা বইয়ে দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম