আলিপুরদুয়ার, ২৪জুলাইঃ করোনা আবহের জন্য অনেকদিন ধরেই অনেক অফিস বন্ধ থাকে। কিন্তু আপাত কালীন পরিস্তির জন্য প্রয়োজনীয় অফিস গুলি খুলে রাখা হয়। কিন্তু এবার করোনার ভয়ে বন্ধ করে দেওয়া হল আলিপুরদুয়ার রেলের ডিআরএম অফিস।
আলিপুরদুয়ার রেলের ডিআরএম আসিফের এক চতুর্থ শ্রেণীর কর্মী ছেলের দুদিন আগে করোনা সংক্রমণ ধরা পড়ে। ওই কর্মীর ছেলে থাকেন হাসিমারাতে। কর্মী তার ছেলের ওখান থেকে ঘুরে আসেন কয়েকদিন আগেই, এসে তিনি অফিসের সমস্ত কাজকর্ম করেন। ওই কর্মীর ছেলের করোনা পজেটিভ আসায় কিছু দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় আলিপুরদুয়ার রেলওয়ের ডিআরএম অফিস।
তবে আলিপুরদুয়ার ডিআরএম অফিস বন্ধ থাকলেও, চলাচল ব্যবস্থার জন্য কন্ট্রোল রুম খোলা থাকবেন বলে জানিয়েছেন অমর ঠাকুর।