আলিপুরদুয়ার, নিজস্ব প্রতিনিধিঃ আলিপুরদুয়ার বিক্ষোপ কর্মসূচিতে যাবার আগেই এর আগে জেলার সাংসদ সহ বিধায়ককে মাদারিহাট সংলগ্ন এলাকাতে আটকে দেয় পুলিশ। এর পরেই আলিপুরদুয়ার পৌছে আলিপুরদুয়ার পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোপ ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচীকে ঘিরে এইদিন প্রবল উত্তেজনা ছড়ায় জেলা জুড়ে।
অনেকদিন আগের নির্ধারণ করা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল মানুষের ঢল, হাজারের মতো মাত্রায় দলীয় কর্মীরা আলিপুরদুয়ার বিজেপির জেলা কার্যালয় থেকে এই মিছিল শুরু করে, আলিপুরদুয়ার মাধবমোড় পর্যন্ত এই মিছিল করে বিজেপি, কিন্তু পুলিশ সুপার অফিস যাবার আগেই সেই মিছিলকে আটকে দেয় পুলিশের বাহিনী।এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির একাধিক জেলা নেতৃত্বরা, উপস্থিত ছিল, জেলার সাংসদ জন বার্লা,জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা,বিধায়ক মনোজ টিগ্গা সহ অন্যান্য বিজেপি নেতারা।পুলিশ মিছিল আটকে দিলে বিজেপি নেতারা সড়কের মধ্যে বিক্ষোপ দেখাতে শুরু করে।
বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানান,আমরা আজকে হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সি বি আই তদন্তের দাবি জানতে পুলিশ সুপারের কাছে এসেছিলাম কিন্তু পুলিশ সুপার আমাদের সাথে দেখাই করতে চাচ্ছেন না।আমরা এখানে একজন সাংসদ, একজন বিধায়ক এবং একজন পার্টির জেলা প্রেসিডেন্ট উপস্থিত কিন্তু আমাদের কারও কথা শুনতে চাইছে না পুলিশ সুপার, আসলে এটাই এখন পশ্চিমবঙ্গের গণতন্ত্র। এই ভাবেই জেলা বিজেপি প্রেসিডেন্ট তার ক্ষোভ উপরে দেন।