Home উত্তরবঙ্গ কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! প্রতিবাদে ফুঁসছেন গোটা জেলাবাসী

কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! প্রতিবাদে ফুঁসছেন গোটা জেলাবাসী

৯ বছরের এক ছোট শিশুকন্যার ধর্ষণের ঘটনা সামনে আসে কোচবিহার জেলার ২নং ব্লকের পুন্ডিবাড়ি থেকে।খবর সূত্রে জানা গিয়েছে,পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কালারায়ের কুঠি এলাকার সুভাষ চন্দ্র সরকার নামে একব্যক্তির ৯ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ আসে পাশের বাড়ির একব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্ত ওই ব্যক্তির নাম জিয়ারুল সৈয়দ।

জানা গিয়েছে,চলতি মাসের ৩ তারিখ শিশুটি খেলার ছন্দে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি যায় সেখানেই ওই ব্যক্তি ওই শিশুটিকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই কথা যেনো শিশুটি কাউকে না জানায় সেই জন্যে শিশুটিকে জানে মেরে ফেলার হুমকিও দেয় সেই অভিযুক্ত।

প্রথমত শিশুটি তার বাবা মাকে না জানলেও শিশুটির মানসিক ও শারীরিক অবস্থা দেখে যখন তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে তখন সে তার বাবা মাকে সমস্ত বিষয় সম্পর্কে জানায়।এর পরেই শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লোক লজ্জার কারণে অভিযুক্তর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়নি ওই নির্যাতিতা শিশুর বাবা ও মা কিন্তু এর পরে গত রবিবার শিশুটির বাবা পুন্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশ অভিযুক্ত জিয়ারুল সৈয়দকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর, এর পরেই সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করানো হলে আদালত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম