দৈনিক ডেস্ক: গত ৭মাস ধরে সাড়া পৃথিবী ভুগছে করোনা নামক এক মহামারিতে। ভারতও বাদ পড়েনি করোনার আঁচড় থেকে। ভারতে সংক্রমণ দিন দিন বেড়েই চলছে, এই পরিস্থিতি সামাল দিতে সাড়া দেশজুড়ে চলছে দফায় দফায় লকডাউন।
এই পরিস্থিতিতে বাতিল করা হল ২০২০ সালের অমরনাথ যাত্রা। হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক বড় আকর্ষণ জম্মু- কাশ্মীর -এর অমরনাথ দর্শন। বছরে একবারের জন্যই সাধারণের যাওয়ার সুযোগ মেলে অমরনাথ যাত্রার, কিন্তু এবছর তা আর সম্ভব নয়।
শ্রী অমরনাথ তীর্থক্ষেত্র পরিষদ থেকে মঙ্গলবার, এই বছরের অমরনাথ যাত্রা বাতিল ঘোষিত হয়। বৈঠকে পর্ষদের চেয়ারম্যান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মু এই ঘোষণা করেন। যে হারে দেশে সংক্রমণ বাড়ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২১শে জুলাই শ্রীনগরের রাজ ভবন থেকে প্রকাশিত নির্দেশনামায় জানানো হয়েছে, ‘পরিস্থিতি বিচার করে পর্ষদের তরফে জানানো হচ্ছে যে এ বছরের অমরনাথ দর্শন যাত্রা স্থগিত রাখা হচ্ছে। কোটি কোটি ভক্তজনের শ্রদ্ধা ও আবেগ সম্পর্কে সম্পূর্ণ অবহিত পর্ষদ তাই সিদ্ধান্ত নিয়েছে, অমরনাথধাম থেকে সকাল ও বিকেলের আরতির সরাসরি টিভি সম্প্রচার করা হবে।’
স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পর্ষদের তরফে জানানো হয়েছে , ‘অমরনাথ যাত্রায় স্বাস্থ্য নিরাপত্তা এবং সেই সঙ্গে রসদ ও পরিকাঠামোর চাপ অপরিসীম থাকবে। যার ফলে এ বছরের যাত্রা সুষ্ঠু ভাবে আয়োজনের পথে বাধা সৃষ্টি হতে পারে। এই কারণে কোনও ঝুঁকি না নিয়ে অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পর্ষদ।’ এ বছরের অমরনাথ যাত্রা বাতিল হলে তীর্থক্ষেত্র থেকে সরাসরি টিভিতে সম্প্রচারের আবেদনও খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, টিভিতে সম্প্রচার সংক্রান্ত বিষয়টি স্থানীয় প্রশাসনের নির্দেশ সাপেক্ষ।
পরপর দুবছর বন্ধ হলো অমরনাথ যাত্রা। বছরের এই সময়েই একমাত্র বরফের শিবলিঙ্গ দেখা যায় অমরনাথে। আগের বছর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের জন্য বন্ধ হয় অমরনাথ যাত্রা। ২০১৯-এ কেন্দ্রীয় নিষেধাজ্ঞা আর ২০২০-তে করোনা সংক্রমণের জেরে বন্ধ হলো অমরনাথ দর্শন।