ভারতে মোবাইলের যুগে বর্তমানে মুকেশ আম্বানির সংস্থার তৈরী jio নেটওয়ার্ক ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এবার তাই মুকেশ আম্বানির সংস্থা গরিব মানুষের কথা মাথায় রেখে বাজারে নিয়ে আসতে চলেছেন নতুন ফোন যার নাম jio phone 5। যা কেনা গরিব মানুষ এর জন্য খুব সুবিধাজনক। সূত্রের খবর এই ফোনের দাম 500 টাকার মধ্যেই হবে।
বর্তমান jio phone খুব কম দামেই এনেছিল আম্বানির সংস্থা। যার দাম ছিল 999 টাকা। যদিও এর দাম এখন 699 টাকা। এই ফোনে LTE এর সুবিধা ছিল। তবে jio phone 5 হলো আর লাইট ভার্সন। কারণ jio phone এর থেকে কিছু সুবিধা কম থাকবে এই jio phone 5 এ।
কোম্পানি Jio phone 5 এ কোনো ক্যামেরা দিবে না। কিন্তূ একটা ছোট এলসিডি প্যানেল থাকবে। এই ফোনে কোনো এক্সট্রা এপ্লিকেশন থাকবে না।কিন্তু ওয়েফাই ও ব্লুটুথের ব্যবস্থা থাকবে না। আরও জানা যাচ্ছে এই ফোনে স্টোরেজ কম থাকবে। যার জন্য গ্রাহক যদি ইচ্ছে মতো এই ফোনে এপ্লিকেশন ব্যবহার করে তাহলে এই ফোন হ্যাং মারার সম্ভাবনা আছে । তবে jio phone 5 এ ভোল্ট কালের সুবিধা থাকবে।
কোম্পানি সূত্রে জানা যাচ্ছে যে , এই ফোনে জিও নেটওয়ার্ক এর জন্য বিনামূল্যে কলিং এর সুবিধা কিন্তু অন্য নেটওয়ার্ক এর জন্য রিচার্জ করতে হবে ,তবেই অন্য নেটওয়ার্ক এ গ্রাহক ফোন করার সুবিধা পাবে।
এই jio phone 5 এ ইন্টারনেট পরিষেবার জন্য ইন্টারনেট প্যাক রিচার্জ করতে হবে। তবে সংস্থার থেকে এই ফোন বাজারে কবে থেকে পাওয়া যাবে এবং এর দাম কত হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করে নি। তবে যেটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হয় এই ফোন 399 টাকা থেকে পাওয়া যাবে যাতে গরিব মানুষ এই ফোন ব্যবহার করতে পারে। এবং গরিব মানুষ এই ফোনের সুবিধা নিতে পারে।