fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদনআমির কন্যা ইরা খানের ফটোশ্যুটে উষ্ণতা ছড়াচ্ছে নেটপাড়ায়! মুহূর্তেই ভাইরাল

আমির কন্যা ইরা খানের ফটোশ্যুটে উষ্ণতা ছড়াচ্ছে নেটপাড়ায়! মুহূর্তেই ভাইরাল

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব সেলিব্রিটিরাই তাদের নানা রকমের ছবি ও ভিডিও পোস্ট করেন আর মুহূর্তে সেই ছবি ও ভিডিও গুলো ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটিরা কখনো ট্রাডিশনাল লুক এ কখনো সাধারণ লুক এ কখনো আনকমন লুক এ কখনো ওয়ার্কআউট এর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে সেই সব ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইডে।

সম্প্রীতি একটি ছবি ইনস্টাগ্রাম এ পোস্ট করেছেন ইরা খান। ইরা খান আমির খানের মেয়ে। ইরা খানকে সকলেই চেনেন। ইরা খান তার বাবা আমির খান এর মতো অভিনয় এ যাননি তিনি পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি পরিচালনার কাজ শুরু করেন ইউরিপাইডস মিডিয়ার একটি নাট্যরূপের মাধ্যম।

এটি গত বছর ডিসেম্বর এ প্রিমিয়ার হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ইরা খান এর প্রচুর ফ্যানস ফলোয়ার। সম্প্রীতি ইরা খান যে ছবিটি ইন্সট্রাগ্রাম এ পোস্ট করেছেন সেই ছবিটি হল মাথা নিচের দিকে দিয়ে শীর্ষাসনের একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে ইরা ধূসর রঙের টি- শার্ট এর সাথে কালো শর্টস পড়ে শীর্ষাসন করছেন।

ইরা খান এর আগেও তার অনেক ওয়ার্কআউট এর ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। সম্প্রীতি তিনি আবার ওই রকমের ছবি পোস্ট করলেন। ইরা তার ফিটনেস প্রশিক্ষণকে ট্যাগ করে ছবিটির ক্যাপসন দিয়েছেন , ‘ নুপুর শিখরে যখন কেউ ছবি তুলছে তখন ফ্রেমের জন্য আমি এতক্ষন ধরে রাখতে পারি। এটা হল। তবে ধীর পদক্ষেপে ? ‘ ছবিটি এক পাহাড়ি অঞ্চলে কোনো এক হ্রদ এর মাঝে পাঁচগনির সবুজ উপত্যকার মাঝে তোলা হয়েছে। ইরা খান এর এই শীর্ষাসন এর ছবিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম