Home বিনোদন যৌন হেনস্থার কবলে আমির কন্যা ইরা খান! শোনালেন নিজের মুখেই সেই কাহিনী

যৌন হেনস্থার কবলে আমির কন্যা ইরা খান! শোনালেন নিজের মুখেই সেই কাহিনী

যেন এক ঘরের ঘরের খবর হয়ে দাঁড়িয়েছে! বর্তমান সমাজে মানুষ নানান ভাবে নানান কাজে ব্যাস্ত থাকেন, সাথে সাথে মেয়েরাও এই সেঞ্চুরিতে আর পিছিয়ে নেই। মনের জোড় নিয়ে সকল কিছুর সঙ্গে লড়াই চালিয়ে এগিয়ে যাচ্ছে তারা! কিন্তু তাও বর্তমানএর কালো র হিংস্র মানুসিকতা যেন সব-সময়ে লেগেই রয়েছে অধিকাংশ সময়ে মেয়েদের উপর! তার মধ্যেই একটি উল্লেখযোগ্য হিংস্রতা হল যৌন হেনস্থা।

সেই খবরই চাঞ্চল্যকর ভাবে বেড়িয়ে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিএর স্টার-কিডস্এর মধ্যে দিয়েও!
সম্প্রতি আমীর খান কন্যা নিজের মুখেই তা জানালেন তিনি।তিনি নিজে মুখে স্বীকার করেছেন এই ঘটনা তার ইন্সতাগ্রাম এর ১০ মিনিটএর একটি ভিডিওতে যে তিনি মাত্র ১৪ বছর বয়েসে এই ঘৃণ্যজনক ঘটনার স্বীকার হন।তিনি জানিয়েছেন যে তিনি নিজের মুখে তাঁর বাবা আমির খান ও মা রিনা দত্ত কাউকেই বর্ণনা করতে পারেন নি। বহুদিন পর নিজে ইমেল মারফত সে কথা পরিবারকে জানান।

অনেক ছোটো থাকার কারনে সে তখন তা বুঝতে পারেনি কিন্তু বর্তমানে তা তার কাছে খুব স্পষ্ট।যারা এই ঘটনা ঘটিয়েছিলেন তারা ইচ্ছাকৃত ভাবে করেছিল, এমনকি জেনে বুঝেই করেছিল। অপারগ ছিলেন বলেই আটকাতেও পারেননি সেই সময়। এমনটাই জানান ইরা।সে ভয় পায়েনি তখন,খুব ছোটো থাকার কারণে সে বুঝতে পারেনি বলে জানান ইরা।এখন তার ভাবলে খারাপ লাগে বলেছেন সে,কিন্তু সে এখন আর এই বিষয়ে ভয় পাননা। এমন টাই তিনি জানান তার ভিডিওর দিয়ে। গত কয়েক সপ্তাহ আগেই ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেতে ইরা নিজে জানিয়েছিলেন তিনি ডিপ্রেশনের রোগী। দীর্ঘদিন ধরেই তিনি লড়াই করছেন তা তিনি নিজে বলেন তার ভিডিওতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম