fbpx
Sunday, August 1, 2021
Homeরাজ্যনাড্ডার সফর বাতিল রাজ্যে আসছেন অমিত শাহ

নাড্ডার সফর বাতিল রাজ্যে আসছেন অমিত শাহ

বিধানসভা ভোটের আগে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আসার কথা ছিল দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার, তবে আসছেন অমিত শাহ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দলীয় বৈঠকই হবে। কোনও জনসভা করবেন না শাহ।আগামী ৫ ও ৬ নভেম্বর সাংগঠনিক বৈঠক গুলি করবেন তিনি ।অমিত শাহ ৫ নভেম্বর রাঢ়বঙ্গ, হাওড়া, হুগলি জোনের সঙ্গে বসবেন বাঁকুড়ায় ও কলকাতায় ৬ নভেম্বর হবে কলকাতা ও নবদ্বীপ জোনের বৈঠক।

পুজোর আগে রাজ্যে আসার কথা ছিল শাহের। তবে তাঁর জায়গায় উত্তরবঙ্গে এসেছিলেন জেপি নাড্ডা। উত্তরবঙ্গে দলীয় নেতৃত্বের সঙ্গে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।একুশের আগে দলের সংগঠন গুছিয়ে নিতে চাইছে বিজেপি। আর সে কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়ছে এ রাজ্যে। বাংলায় সংগঠনের হালহকিকত দেখে রণনীতিও সাজাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২১ সালে বাংলা দখলই এখন লক্ষ্য মোদী-শাহের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম