fbpx
Sunday, July 25, 2021
Homeকোচবিহারস্নান করতে গিয়েই বিপত্তি,মাথাভাঙায় সুটুঙ্গা নদীতে তলিয়ে গেল এক বৃদ্ধ

স্নান করতে গিয়েই বিপত্তি,মাথাভাঙায় সুটুঙ্গা নদীতে তলিয়ে গেল এক বৃদ্ধ

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ মাথাভাঙার সুটুঙ্গা নদীতে এক বৃদ্ধ স্নান করতে গিয়ে তলিয়ে গেলো। বৃদ্ধ এর বয়স ষাট বছরের উর্ধে। বৃদ্ধ এর নাম শংকর দাস। বৃদ্ধ এর বাড়িতে ওই শহরের ৫ নম্বর ওয়ার্ড এর বিধানপল্লীর বাসিন্দা। বৃদ্ধকে প্রথমে কয়েকটা শিশু দেখতে পায় জলে ডুবে যেতে। বাচ্চা দের চিৎকার শুনে ওই এলাকার বাসিন্দা সেখানে গিয়ে বৃদ্ধ কে প্রচুর খোঁজে কিন্তু তারা বৃদ্ধকে খুঁজে পায় না।

পরে সেই এলাকা বাসি পুলিশ কে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে সিভিল ডিফেনসের তরফে ভলানটিয়ার স্পিডবোট নিয়ে ওই এলাকা সম্পূর্ণ তল্লাশি করে তবুও ওই বৃদ্ধ এর কোনো খবর পাওয়া যায় নাই বলে ঘটনা সূত্রে জানা যায়। স্থানীয় এলাকার সূত্রে জানা যায় শংকর দাস প্রতিদিন এর মতো তার বাড়ির সামনের সুটুঙ্গা নদীর ঘাটে স্নান করতে নামে এবং তলিয়ে যায়। সেই সময় নদীর ঘাটে কয়েকজন বাচ্চা খেলছিল যার ফলে ঘটনাটা তারা লক্ষ্য করে। এরপর ওই এলাকার একজন দক্ষ সাঁতারু বাবুল রজক ও অনন্যা আরও কয়েকজন বেশ কিছুক্ষন নদীতে বৃদ্ধ এর তল্লাশি করে কিন্তু কেনো হদিস পান না।

এরপর জানা যায় শংকর বাবু প্রতিদিন নদীতে স্নান করলেও তিনি সাঁতার জানতেন না এবং তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য নদীতে জল বেড়ে গেছে যার ফলে জলের স্রোত বেশি ছিল যার ফলে বৃদ্ধ স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। এটা ভীষণ দুঃখ জনক ঘটনা এ কথা মাথাভাঙ্গা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক। তবে এখনো পুলিশ প্রশাসন ওই বৃদ্ধর খোঁজে তল্লাশি চালান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম