৬৩ বছর বয়সেও তাঁর ফিটনেস বলিউডের অনেকের হিংসের কারণ। এখনও নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তাঁর চেহারা। কিন্তু বাইরে থেকে আপাতদৃষ্টিতে এই হিট আর ফিট মানুষটাকে যতটা প্রাণচঞ্চল মনে হয়, তাঁর ভিতরে লুকিয়ে রয়েছে ততটাই কঠিন সংগ্রাম।সম্প্রতি জানা যায়, বহুদিন ধরে এক কঠিন রোগে ভুগছেন অনিল কাপুর। এই রোগে প্রাণহানিও হতে পারে তার।
প্রায় দশ বছর হয়ে গিয়েছে তিনি এই রোগের শিকার। দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে তার শরীর। অনিল কাপুরের পায়ে এক বিরল রোগ ধরা পড়েছে। তিনি অ্যাকিলিস টেন্ডন-এ (Achilles tendon) আক্রান্ত। এই রোগে হাঁটুর নিচে ও গোড়ালির টিস্যু ক্ষয় হতে থাকে। এক সময় হাঁটা বন্ধ হয়ে যায়।তিনি এই রোগের চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছেন।
বেশির ভাগ সময় তাকে হাঁটতে হয়। বেশিক্ষণ বসে থাকলেই বিপদ বাড়ে তার। রোগকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত যোগ করেন অনিল কাপুর।