Home বিনোদন বউয়ের মাথার সাইডের কেনো সিদূর! ট্রোলের মুখে অনির্বাণ মধুরিমার বিয়ের ছবি

বউয়ের মাথার সাইডের কেনো সিদূর! ট্রোলের মুখে অনির্বাণ মধুরিমার বিয়ের ছবি

২০২০ এর ২৬ নভেম্বর টলিউড জগতের অভিনেতা অনির্বান ভট্টাচার্য বিয়ে করেন তার পুরোনো বান্ধবী মধুরিমা গোস্বামীকে। রেজিস্ট্রি করেই বিয়ে সরেন এই টলিউড ক্রাশ। একদম সাধারণভাবেই বিয়ে সরেন অভিনেতা। বিয়ের দিনটাকে ধুমধাম করে নয় খুব সাধারণ ভাবে কাটাতে চেয়েছিলেন অভিনেতা। কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয় , পোশাকও ডিজাইনার নয় পোশাকও খুব সাধারণ। বিয়েতে অনির্বানকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবীতে এবং মধুরিমাকে দেখা যাচ্ছে লাল রঙের একটি সাধারণ শাড়িতে। মধুরিমার হাতে পায়ে ছিল আলতা এবং গায়ে ছিল হালকা গয়না। এই নতুন জুটিকে ভালো লাগছিলো।

তাদের বিয়েতে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু অনেকেই নানা রকমের অদ্ভুত মন্তব্য করেছেন। বিয়ের পর থেকেই শুরু হয় রীতিমতো ট্রোল। তার ভক্তরা নানা ধরণের মন্তব্য করছেন তার বিয়ের ছবিতে। অনির্বান ও মধুরিমা দুজনেই হিন্দু তাই তাদের বিয়েতে সিঁদুর দান এর অনুষ্ঠান হয়েছে। কিন্তু সব কিছু ছেড়ে তার অনুরাগীদের চোখ পড়লো মধুরিমার সিঁদুর এর দিকে।

আসলে বিয়েতে স্বামী তার স্ত্রী এর সিঁথির মাঝখানে সিঁদুর পড়ায় কিন্তু অনির্বান এর বিয়েতে দেখা যাচ্ছে তার ব্যতিক্রম। মধুরিমার মাথার মাঝখানে নয় মাথার সাইডে দেখা যাচ্ছে সিঁদুর। এই নিয়েই নানা মন্তব্য করছেন নেট জনতা। কেউ কেউ বলছেন মধুরিমা বিয়ের দিন নিজের মুখ এইরকম ভাবে রেখেছেন কেন। কেউ কেউ পাগল বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলেছেন এটা বিয়ে নাকি হোলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম