fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদনসুশান্ত এখন তার অতীত! প্রেমিকের সাথে রোমান্টিক নাচ করলেন অঙ্কিতা লেখান্ডে, ভাইরাল...

সুশান্ত এখন তার অতীত! প্রেমিকের সাথে রোমান্টিক নাচ করলেন অঙ্কিতা লেখান্ডে, ভাইরাল ভিডিও

অঙ্কিতা লেখান্ডে যিনি একসময় নিজেকে সুশান্ত এর বিধবা বলে নিজেকে আখ্যা দিয়েছিলেন। অঙ্কিতা লেখান্ডে সুশান্ত এর প্রাক্তন প্রেমিকা সুশান্ত এর মৃত্যুর পর একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। তবে সুশান্ত মৃত্যুর কয়েকমাস পর সম্প্রীতি অঙ্কিতা লেখান্ডেকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে ভিকি জৈন এর সাথে।

অঙ্কিতা ও ভিকির একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে ভিকি ও অঙ্কিতাকে নাচ করতে। তারা ব্যাং ব্যাং সিনেমার একটি গানে নাচ করছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে অঙ্কিতা সাদা রঙের একটি পোশাক পরে রয়েছেন। জানা গিয়েছে , আগামী বছরে অঙ্কিতা ও ভিকি সাত পাকে বাঁধা পরতে চলেছেন। এর আগেও দেখা গেছে ভিকির দুই ভাগ্নির অন্নপ্রাশন এ অঙ্কিতা আগে ভাত খাওয়াচ্ছেন। ভিকির জন্য করবা চৌথ এর ব্রত পালন করতেও দেখা গিয়েছিল অঙ্কিতাকে। এছাড়া গণেশ পুজো দীপাবলি সব অনুষ্ঠান অঙ্কিতা ভিকির সাথে কাটিয়েছিল।

কিন্তু সুশান্ত এর মৃত্যুর পর তিনি একদম ভেঙে পড়েছিল। অঙ্কিতার জীবন এক প্রকার থেমে গিয়েছিল। সেই সময় অঙ্কিতা তার হবু স্বামী ভিকির সাথে দূরত্ব বজায় রেখেছিল। এছাড়া অঙ্কিতাকে দেখা গিয়েছিল সুশান্ত এর পরিবারের পাশে দাঁড়াতে। সুশান্ত এর মৃত্যুর রহস্য খোলার জন্য নানা কথা বলেছিল। সুশান্ত এর মৃত্যুর বিচার চাওয়ার জন্য প্রতিবাদ করেছিলেন। তবে সম্প্রীতি তাকে দেখা যাচ্ছে তার হবু স্বামী ভিকির সাথে বিভিন্ন অনুষ্ঠানে সময় কাটাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম