fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনঐন্দ্রিলা'কে নিয়ে বরফে মাখামাখি করলেন অঙ্কুশ! ভাইরাল ভিডিও

ঐন্দ্রিলা’কে নিয়ে বরফে মাখামাখি করলেন অঙ্কুশ! ভাইরাল ভিডিও

অভিনেতা অঙ্কুশ হাজরাকে আমরা সবাই চিনি। তিনি একজন বাংলার বিখ্যাত টলিউডের নায়ক। অনেক দিন থেকে দেখা যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলার সাথে তাদের সম্পর্ক। এর আগেও তারা দুজনে একসঙ্গে অনেকবার ছবি পোস্ট করেছেন। জানা যায় তারা খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন।

তারা দুজনের কাটানো সময় ছবি এবং ভিডিওর মাধ্যমে দর্শকের সাথে শেয়ার করতে খুব ভালোবাসেন। এরকমই এক ভিডিও এবার শেয়ার করলেন অভিনেতা অঙ্কুশ। তবে ভিডিওটি একদম আলা দা।

ভিডিওতে দেখা যাচ্ছে কোথাও পাহাড়ের দেশের। আসলে তারা মানালি ঘুরতে গিয়েছিলেন। সেখানকার পাহাড়ের দৃশ্য দুজনে একসঙ্গে উপভোগ করার জন্যই তাদের এই ভ্রমণ। একে অপরকে জড়িয়ে ধরে যেন এক অন্য পৃথিবীতে চলে গেছেন।

সেখান থেকেই তাদের মন মাতানো একের পর এক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল সেরকম একটি ভিডিও পোস্ট করছেন ঐন্দ্রিলা। সিনেমার জনপ্রিয় গান ‘হামকো হামিসে চুরালো, গানে দুজনে রোমান্টিক মুডে দেখা যাচ্ছে তাদের। তাদের এই ভালোবাসা দেখে উচ্ছ্বসিত নেট পাড়া। পাশাপাশি কোন বক্সে প্রশংসায় ভরিয়ে তুলেছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম