করোনার থাবায় গোটা বিশ্বে মানুষের জীবন যাত্রা প্রায় স্তব্ধ।আর সেই করোনার আক্রমন থেকে টলি ইন্ডাস্ট্রিও বাদ পড়েনি।এর আগেও টলি ইন্ডাস্ট্রির অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন, দূর্গা পুজোর মধ্যে ঠিক তেমনি ভাবে করোনা আক্রান্ত হন জনপ্রিয় অভিনেত্রী সকলের প্রিয় অপরাজিতা আঢ্য এবং তার পরিবারও।খবর অনুযায়ী অভিনেত্রীর পুরো পরিবার হোম কোয়ারেন্টিনে রয়েছে।
দুর্গাপুজো শেষ আর দেবী লক্ষীর আগমন ঘরে ঘরে,অপাদির বাড়িতেও লক্ষী পুজো। তাহলে করোনার জন্য বাদ পড়বে বাড়ির পুজোয়! প্রতিবছর এই দিনে নিজের হাতে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করেন তিনি।তবে যতই অসুবিধে হোক না কেন মায়ের আগমনে লক্ষী মাকে তিনি ঠিকই বরণ করে নেবেন।তাই মা লক্ষীর আগমনে লক্ষ্মীর মূর্তিকে প্রতি বছরের মতোই শাড়ি, সোনার গয়না দিয়ে নিপূণ হাতে সাজিয়ে তুললেন তিনি এর পরেই সাজ নিজেই সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে লিখলেন ‘‘আমার মা কে ঠিক সাজাতে পেরেছি”।
তবে দেবী লক্ষীর আরাধনায় কোনো রকমের ব্যবস্থায় খামতি রাখেননি তিনি, তবে প্রতি বছর লক্ষী পুজোয় পুরোহিত দিয়ে পূজো করানো হলেও এবারে করোনা আক্রান্ত হওয়ায় এবারে পুরোহিত মশাই পূজো করছেন না,বাড়ির সদস্যরা মিলে পুজো সারবেন বলে তিনি জানান।