আর্মেনিয়া এবং আজারবেইজানের মধ্যে ক্রমশই ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।সেই যুদ্ধের মুখের দাঁড়িয়ে দেশকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করতে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ‘আন্না হাকোবায়ান’। সোসাল মিডিয়ায় আন্না হাকোবায়ানের একটি রাইফেল প্রশিক্ষণের ছবি যা ব্যাপক ভাবে ভাইরাল হতে শুরু করেছে।
দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব পরায়ণতার সেই চিত্র সোসাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ।সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ার স্ত্রী আন্না হাকোবায়ান রাইফেলের প্রশিক্ষণ নিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে।গত ২৭শে অক্টোবর সেনা প্রশিক্ষণে যোগ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, কারাবাগ রক্ষায় যে মহিলা দল নিয়োজিত রয়েছে তাদের সঙ্গেও যোগ দিতে চলেছেন হাকোবায়ান।
একসময় দুই দেশের মধ্যে শান্তি স্থাপন হওয়ার পরিস্থিতি সৃষ্টির জন্যে চেষ্টাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সময় পারহতেই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে অর্থাৎ সম্পর্ক আরও নষ্ট হয়েছে, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।ঠিক তার অপরদিকে পাকিস্তান এবং তুর্কি আজারবেইজানকে ক্রমাগত সমর্থন জুগিয়ে চলেছে যার দরুন আর্মেনিয়া এবং আজারবেইজানের মধ্যে সম্পর্কে আরও জট সৃষ্টি হচ্ছে।