আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের বীরপাড়া থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় পুলিশ। ঘটনায় পুলিশের তৎপরতায় বুধবার রাতে বীরপাড়ার পুরান বাসস্ট্যান্ড এলাকায় সন্ধেও জনক দুইজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের কাছথেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের সূত্রে খবর,বুধবার রাত তখন ঘড়ির কাটায় ১১টা বাজে সেই সময়তেই হটাৎ পুলিশের চোখে দুই যুবককে একটি গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতে দেখে পুলিশ, এর পরেই খানিকটা সন্দেহ বাঁধে পুলিশের মনে, এর পরেই সেই গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, যুবকদের সাথে আলোচনায় বাড়তি সন্দেহ হলেই পুলিশ গাড়ির তল্লাশি শুরু করে এর পরেই তল্লাশির দ্বারা সেখান থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তদের কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে,ধৃত দুই যুবক বীরপাড়ার বাসিন্দা একজনের নাম সোনম লামা ওপর জনের নাম লক্ষন ডোম।ঘটনায় বীরপাড়া থানার ওসির পালজার ভুটিয়া জানান,এইদিন দুজনকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে, বৃহস্পতিবার তাদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে পেশ করা হবে।