অনলাইন ডেস্ক, ৫অগাস্টঃ বুধবারের ঐতিহাসিক দিনে সঠিক সময়ে অযোধ্যায় পৌছে এইদিন প্রধানমন্ত্রী ভগবান শ্রী রামের ভূমিকে নমন করে সাষ্টাঙ্গে প্রনাম করলেন।
এইদিন অযোধ্যায় পৌছে প্রথমেই তিনি শ্রী রামের পরম ভক্ত হনুমানজির মন্দিরে জান, সেখানে তিনি মন্দিরে পৌছে হনুমানজিকে প্রনাম জানিয়ে এর পর মন্দিরের প্রদক্ষিণ করেন। এই দিন হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী মন্দিরে প্রণামী দিতেও প্রধানমন্ত্রীকে দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।হনুমান মন্দিরে পরিক্রমার পর এইদিন মন্দিরের প্রধান মহন্ত রমেশ দাস প্রধানমন্ত্রীকে একটি পাগড়ি পরিয়ে দেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।এর পরেই হনুমান মন্দির থেকে ফিরে রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের জন্যে এগিয়ে যান, এবং সেখানে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাষ্টাঙ্গে প্রনাম করেন তিনি।