Home ভাইরাল খবর ৮২ বছর বয়সে ডাম্বেল হাতে পালোয়ান ঠাকুমাকে দেখে মুগ্ধ নেট দুনিয়া

৮২ বছর বয়সে ডাম্বেল হাতে পালোয়ান ঠাকুমাকে দেখে মুগ্ধ নেট দুনিয়া

কথায় আছে বয়স হয়ে গেলে মানুষের শক্তি কমে যায় কিন্তু এর এক ব্যতিক্রম পরিচয় দিলেন ৮২ বছরের এক বৃদ্ধা। সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধার ভিডিও ভাইরাল হল। চেন্নাই এর বাসিন্দা চিরাগ চোরডিয়া ইন্সট্রাগ্রাম এ ভিডিওটি পোস্ট করেছেন। তিনি পেশায় একজন জিম প্রশিক্ষক। চিরাগ ভিডিওটিতে ঠাকুমাকে রকস্টার বলে আখ্যা দিয়েছেন।

ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে ৮২ বছর বয়সেও যে মানুষ চাইলেই অনেক কিছু করতে পারেন তার পরিচয় দিলো এই বৃদ্ধা। ওই বৃদ্ধা হলেন চেন্নাই এর। এই বৃদ্ধা ৮২ বছর বয়সেই নাতিদের সাথে করছেন জিমের প্রশিক্ষণ। করছেন ওয়েট লিফটিং। এই বয়সে এসেও অনায়াসেও হাতে তুলে নিচ্ছেন ডাম্বল।

চিরাগ এর ঠাকুমা কয়েকমাস ধরে ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন। আর এই বয়সে ডাক্তার এর চিকিৎসায় খুব একটা ফল পাওয়া যায় না। এই পরিস্থিতিতে চিরাগ তার ঠাকুমাকে শরীর চর্চা করাতে শুরু করলেন। ঠাকুমা করা শুরু করলো ওয়েটিং লিফটিং , ব্যায়াম। ঠাকুমা শুরু করে বাড়িতেই প্রশিক্ষণ। ধীরে ধীরে প্রশিক্ষণ বাড়তে থাকে। ঠাকুমা অনায়াসেই হাতে তুলে নেন ডাম্বল। আবার কখনো দেখা যায় বাস্কেট বল ছুড়ে মারছে মেঝেতে। চিয়ারে ওঠবস রীতিমতো শরীর চর্চা চলছে ঠাকুমার।

জানা যায় , ঠাকুমার ব্যাথা এখন অনেকটাই কমে গেছে। ঠাকুমা এখন অনেকটাই ভালো আছে। ঠাকুমার হাত পা নড়াচড়া করতে যে অসুবিধা হচ্ছিলো সেটা অনেকটাই কমে গেছে। এই ভিডিও দ্বারা ঠাকুমা ও চিরাগ প্রমান করে দিলেন যে বয়স সংখ্যা মাত্র। মানুষ চাইলে এই বয়সেও শরীর চৰ্চা করে নিজেকে সুস্থ রাখতে পারেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। সেই সাথে নেট জনতা অনেক প্রশংসা করেছেন। এই ঠাকুমা সকল বৃদ্ধ এর জন্য এক উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম