দৈনিক খবর:- কাল রাতেই নিজের করোনা সংক্রমণের কথা সোসাল মিডিয়াতে পোস্ট করেন অমিতাভ বচ্চন এবং এর পরেই তিনি তার সাথে যারা দেখা সাক্ষাৎ করেন তাদের কে অনুরোধ করেন যাতে তারা তাদের টেস্ট করিয়ে নেন।
বলিউড ‘শাহেন শার ‘ঘটনার বেশ কিছুক্ষন পরেই তার পুত্র অভিষেক বচ্চনের করোনা রিপোর্ট আসে বলে খবর পাওয়া যায়। এমন কি তিনি নিজেই তার দর্শকের উদ্দেশ্যে সোসাল মিডিয়াতে জানান তার পজিটিভ হওয়ার ঘটনা।
বচ্চন পরিবারের সকলের টেস্ট করা হলে আজ সকাল অবধি দুজনের রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু হটাৎ বেশ কিছু সময় পূর্বেই ঐশর্যরাই সহ তার কন্যা আরাধ্যা এর রিপোর্ট নতুন করে করা হলে পজিটিভ আসে বলে খবর।তবে অভিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে।