Home খেলাধুলা ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ

ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ

আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত।।

বিশ্ব জুড়ে ফের থাবা করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ। ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ।দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত কারীর সংখ্যা। এই ভয়াবহ পরিস্থিতিতে বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংস্থা এএনআইকে এক সিদ্ধান্ত জানিয়েছেন। করোনা দ্বিতীয় ঢেউয়ে ২০২১ এর আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট শুক্লা জানিয়েছেন , ” বোর্ডের সকল অধিকারীক ও কাউন্সিলর সদস্যরা ফ্রাঞ্জইজি ও ব্রডকাস্টরের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আপাতত টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

 

 

ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ

পরিস্থিতির উন্নতি হলে আইপিএল শুরু করা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। ” একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হচ্ছেন। তাই বিসিসিআই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন। সোমবার আমেদাবাদ এর রয়েল চ্যালেঞ্জরস ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডারস ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ সোমবার কলকাতা নাইট রাইডাস ম্যাচ এর দুই ক্রিকেটার বরুন চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিযর এর করোনা রিপোর্ট পসিটিভ এসেছিলো। প্রতিদিনই ক্রিকেটাররা করোনা আক্রান্ত হচ্ছিলেন যার ফলে বোর্ড আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার ফের করোনা পসিটিভ হন একাধিক ক্রিকেটার। সানরাইজারস হায়দ্রাবাদ এর উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হন। মঙ্গলবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম এ মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল সানরাইজস হায়দ্রাবাদ এর কিন্তু ঋদ্ধিমান এর করোনা রিপোর্ট পসিটিভ আসার কারণে ম্যাচ স্থগিত রাখা হয়। কারণ বিসিসিআই ও আইপিএল এর নিয়মাবলী অনুসারে দলের এক সদস্য এর করোনা টেস্ট রিপোর্ট পসিটিভ এলে বাকি সদস্যদের ৫ থেকে ৬ দিন আইসোলেশনে থাকতে হয়।

 

 

 

এইভাবে একের পর এক ম্যাচ স্থগিত রাখার ফলে মনে করা হচ্ছে ২০২১ এর আইপিএল স্থগিত রাখা হবে। এছাড়া চেন্নাই সুপার কিংস এর তিনজন সদস্য এর করোনা রিপোর্ট পসিটিভ আসে। প্রথমে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট শুক্লা সিদ্ধান্ত নেন পরে আইপিএল চেয়ার ম্যান ব্রিজেশ প্যাটল আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম