অনুব্রত মণ্ডল : CBI এর ভয়ে বিচি ঘাড়ে উঠেছে, বলছে দুষ্ট লোকেরা

অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল : CBI  এর ভয়ে বিচি ঘাড়ে উঠেছে, বলছে দুষ্ট লোকেরা

গোরুপাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিতে বেরিয়ে SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তাঁর চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড। তার পর থেকে একের পর এক পরীক্ষায় তাঁর একাধিক শারীরিক জটিলতার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে পুঁজ জমেছে। যার জেরে যন্ত্রণা হচ্ছে তাঁর।

এছাড়া অনুব্রত মণ্ডলের ফুসফুসের কার্যক্ষমতা নিয়েও চিন্তিত চিকিৎসকরা। মাত্র ৭২ মিটার হাঁটলেই তাঁর রক্তে অক্সিজেন সম্পৃক্ততা হ্রাস পাচ্ছে। দিতে হচ্ছে অক্সিজেন। ফলে আপাতত তাঁকে হাসপাতালেই ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

অনুব্রতর সমর্থনে এবং কটাক্ষকারীদের জবাব দিয়ে দেবাংশু লিখেছেন, " একটা মানুষের নিম্নাঙ্গে কিছু সমস্যা ধরা পড়েছে। বিরোধী রাজনৈতিক দল সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অদ্ভুত ভাবে, সেই বিদ্রুপকারীদের মধ্যে অধিকাংশ বাম্বিজেপি সমর্থক নারী! অনুব্রত মণ্ডল পুরুষ বলে তাই না?"

তাঁর সংযোজন, “আমি শুধুমাত্র ভাবছি, এই একই জিনিস যদি কোন বিরোধী রাজনৈতিক নেত্রীর ক্ষেত্রে হত, স্থানটা যদি অণ্ডকোষের বদলে ইউটেরাস কিংবা ব্রেস্ট হত, কিংবা হত নিম্নাঙ্গের প্রপার কোন জায়গা, এবং ঠিক সেটা নিয়েই আমরা ব্যঙ্গ-বিদ্রূপ শুরু করতাম, ফেসবুকীয় বুদ্ধিজীবী সমাজের ছিঃ–ছিৎকার শুরু হয়ে যেত! রাজনৈতিকভাবে কেউ আপনার পছন্দ বা অপছন্দের মানুষ হতে পারে, তা বলে তার শারীরিক সমস্যা নিয়ে ব্যঙ্গ করার অধিকার কি আপনার জন্মায়? আর এই সমস্ত ব্যঙ্গ-বিদ্রূপ করার পরেও নিজেকে শিক্ষিত দাবি করার অধিকার কি আপনার থাকে?”