২৯ সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত আর সেই থেকে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে আগুন হয়ে দাঁড়িয়েছে। সেই থেকেই ক্রমশ ভারতের ওপর ক্ষেপে রয়েছে বাংলাদেশ!
ভারতের এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে সম্পর্কে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে। আগের বছর পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়াতে বাংলাদেশে পেঁয়াজের দাম বহুগুন বেড়ে যায়।বর্তমানে পেঁয়াজের দাম ৮০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
আগামী বেশকয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরও কয়েকগুন বেড়ে যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম সেখানে আকাশছোঁয়া হবে বলে মনে করা হচ্ছে।
ভারত এর তরফ থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হবে জেনে বাংলাদেশ ইতিমধ্যেই পেঁয়াজ মজুত করতে শুরু করেছে। তাছাড়া বাংলাদেশ সরকার জানিয়েছে, পাকিস্তান ও চিন তাঁদের পেঁয়াজ রপ্তানি করতে চেয়েছে। এতে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান ও চীন এই সময় সুযোগ নিচ্ছে যাতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা তিক্ত হয়।
ভারতের এই সিদ্ধান্তে ইতি মধ্যেই বাংলাদেশ এর তরফ থেকে একাধিক ক্ষোভ উপড়ে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ভারতে ইলিশ পাঠানোর কি দরকার ছিল ভারত পরপর দুইবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল। তাহলে ভালো করে সম্পর্ক বজায় রাখার কোনো প্রয়োজন নেই বলেও অনেক বাংলাদেশী নাগরিক মন্তব্য করেছেন।তবে এখন পেঁয়াজ এর রপ্তানি নিয়ে দুই দেশের সম্পর্কের কোনদিকে যেতে পারে সেটাই দেখার।