fbpx
Friday, July 23, 2021
Homeনতুন খবররাম ভক্ত হয়ে আমি কখন‌‌ও মিথ্যাচার করিনা,কঙ্গনা রিপোর্ট নেগেটিভ

রাম ভক্ত হয়ে আমি কখন‌‌ও মিথ্যাচার করিনা,কঙ্গনা রিপোর্ট নেগেটিভ

রাম ভক্ত হয়ে আমি কখন‌‌ও মিথ্যাচার করিনা,কঙ্গনা রিপোর্ট নেগেটিভ

বলিউড ইন্ড্রাস্ট্রিতে করোনা থাবা পরার পর এর হাত থেকে নিস্তার পায় নি বলিউড অভিনেত্রী কঙ্গোনা রানাওয়াত। তিনি নিয়েই সোশ্যাল মিডিয়ায় তার করোনা পসিটিভ হওয়ার কথা বলেছিলেন। এছাড়া তিনি করোনা ভাইরাস নিয়ে বেশ কিছু কথা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি করোনা ভাইরাসকে ভয় পান না। এবার তিনি তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল থেকে জানালেন তার করোনা নেগেটিভ হওয়ার কথা। হ্যাঁ কঙ্গোনা এবার নিজে জানালেন তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় কঙ্গোনা নিজের ইন্সট্রাগ্রাম স্টোরিতে করোনা নেগেটিভ রিপোর্ট শেয়ার করেন। করোনা নেগেটিভ হওয়ার রিপোর্ট এর কথা অভিনেত্রী রীতিমতো ঢাকঢোল পিটিয়ে সকলের সামনে তুলে ধরলো। এবং তিনি বলেন , ” সেই সমস্ত খারাপ মানুষ দের জন্য যারা আমাকে মিথ্যাবাদী বলে উল্ল্যেখ করেছে।

 

 

কঙ্গোনা নিজের ইন্সট্রাগ্রাম স্টোরিতে করোনা নেগেটিভ রিপোর্ট শেয়ার এর পাশাপাশি আরও অনেক কিছু বলেছেন। কঙ্গোনা বলেন , ” সেই সমস্ত খারাপ মানুষদের উদ্দেশ্য যারা বলেছিল আমি মিথ্যাচার করছি। আসলে মানুষ নিজে যা চারপাশের মানুষকে সেটাই ভাবে……… একজন রামভক্ত কখনো মিথ্যা কথা বলে না। জয় শ্রী রাম।

 

 

 

 

” প্রসঙ্গত , টুইটার কর্তৃপক্ষ কঙ্গোনাকে একেবারে বহিস্কার করেছে। এই বহিস্কার এর কারণ হলো তার বাংলার বিধানসভা নির্বাচন এর পর সরকারবিরোধী অতিরিক্ত মন্তব্য। তবে অভিনেত্রীর এতে কিছুই এসে যায় না তা অভিনেত্রী স্পষ্টই বুঝিয়েছেন। তিনি তার ইন্সট্রাগ্রাম এ তার আগের কাজ এর মতো কাজ চালিয়ে যাচ্ছেন। নিজের বিতর্কিত মতবাদ এর জন্য তাকে টুইটার থেকে বহিস্কার করা হয়েছে ইন্সট্রাগ্রাম এও যে তিনি আর বেশি দিন নেই সেটাই তিনি ভালোই বুঝতে পারছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম