বঙ্গ বিজেপির আজ এই বেহাল দশার কারণ কি ? ভিডিও বিশ্লেষণ
গত বিধানসভা থেকে 2021 এ এত সিট বাড়ার পরেও কেনও আত্মবিশ্বাসী নয় বঙ্গ বিজেপি ?

২০২১ এ দাড়িয়ে
১. বঙ্গ বিজেপির আজ এই বেহাল দশার কারণ কি ?
২. গত বিধানসভা থেকে 2021 এ এত সিট বাড়ার পরেও কেনও আত্মবিশ্বাসী নয় বঙ্গ বিজেপি ?
৩. এত হেভিওএত নেতার প্রচার, স্বয়ং প্রধানমন্ত্রীর এত বার প্রচারে আসা, তা সত্তেও ক্যানো বাংলার মানুষের মন সম্পূর্ণ ভাবে জিততে পারলো না বিজেপি
কোথাও একটা ভুল করে যাচ্ছে বিজেপি ।
সাংগঠনিক ভাবে তৃণমূলের মতো শক্ত হতে পাড়ছে না বঙ্গ বিজেপি । দিন দিন পিছিয়ে যাচ্ছে । জনসংযোগ করতে পাড়ছে না বাংলায় বিজেপি। আর এটাই সত্যি ।
রাজ্য কমিটির উচিৎ খুব গুরুত্বপূর্ণ ভাবে এই ব্যাপার টায় নজর দেওয়া । আর তা নাহলে ২০২৪ এ লোকসভায় খুব খারাপ ফল হতে চলেছে বিজেপির । আর তখন ভোটের খারাপ ফলাফল নিয়ে কাটা ছেরার থেকে এখনি উপযুক্ত পদক্ষেপ নেওয়া জরুরি নয় কি ?