fbpx
Friday, July 30, 2021
Homeউত্তরবঙ্গচিড়ের মধ্যে নেতাজির ছবি এঁকে রেকর্ড গড়লেন বাঙালি মেয়ে নবনীতা

চিড়ের মধ্যে নেতাজির ছবি এঁকে রেকর্ড গড়লেন বাঙালি মেয়ে নবনীতা

পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাটাও একটা শিক্ষা। একেকজন একেক শিক্ষায় খ্যাতি অর্জন করে। অনেকেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নিজেদের নাম তুলেছেন। এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুললেন হলদিবাড়ির ব্লকের পূর্বপাড়ার বাসিন্দা। তার নাম নবনীতা দাস। তার বাবার নাম উত্তম দাস তিনি একজন কাঁচামাল ব্যাবসায়ী। আর তার মায়ের নাম মিতা দাস তিনি একজন গৃহবধূ। নবনীতা দাস তার মা ও বাবার সাথে বাড়িতে থাকেন।

নবনীতা দাস মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে চিড়ের ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। নবনীতা দাস হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছেন। এবং তারপর হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তারপর তিনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জলপাইগুড়ি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নবনীতার মা জানালেন , নবনীতা ছোট থেকেই আঁকতে ভালোবাসেন। কিন্তু পড়াশোনার চাপে সেই দিকটা বেশি নজর দিতে পারেননি। কিন্তু এখন করোনার জেরে কলেজে বন্ধ থাকার কারণে এখন তিনি আবার আঁকতে শুরু করেছে।

খাতায় নিমেষেই সুন্দর সুন্দর ছবি এঁকে ফেলতে পারেন নবনীতা। নবনীতা সোশ্যাল মিডিয়ায় দেখে ২১ তারিখে তার শিল্পকলার কথা জানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ মেল করে। তারপর তারা নবনীতাকে জানায় নবনীতার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নথিভুক্ত হয়েছে।

নবনীতা জানান , ‘আমার লক্ষ্য আরও ভালো শিল্পকলা সৃষ্টি করে আন্তর্জাতিক স্তরে নিজের নাম লিপিবদ্ধ করা। আমি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি ‘। নবনীতার শিল্পকলা জাতীয় স্তরে পৌঁছনোতে সমগ্র হলদিবাড়ির বাসিন্দা খুব খুশি। নবনীতার এই সাফল্য খুশি নবনীতার পরিবারের সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম