Home রাজ্য কাশ্মীরে শহীদ আরও এক বাংলার জওয়ান,দেশের জন্য দিলেন প্রাণ

কাশ্মীরে শহীদ আরও এক বাংলার জওয়ান,দেশের জন্য দিলেন প্রাণ

দৈনিক খবরঃ জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের হামলায় প্রান হারালেন শ্যামল কুমার দে নামক ২৭বছরের একজন সিআরপিএফ এ কর্মরত পশ্চিমবঙ্গের বীর সেনা।শহীদ জওয়ান এর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং এর সিংপুর গ্রামে।

ছেলের শহীদ হয়ে যাবার খবর পেয়ে পরিবারের সকলে ভেঙে পরেন, বাবা, মায়ের একমাত্র সন্তান ছিলেন বীর সেনা শ্যামল কুমার দে। বাড়িতে ছেলের শহীদ হবার খবর আসার পর থেকেই তার বাবা শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন, তার মা বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আসলে ছেলের শহীদ হয়ে যাওয়াটা কোনো ভাবেই মেনে নিতে পারছেন না। পরিবারের সূত্রে জানা যায়, মাস দুয়েক পরেই শহীদ জওয়ানের বিয়ে ছিল, আর সেই জন্যেই বাড়ি ঘরের কাজ চলছিল। বাবা মায়ের একমাত্র ভরসা ছিলেন শ্যামল। গত বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ছেলের সাথে শেষ বারের মতো কথা হয় তার বাবার, এর পরে ছেলেকে ফোনে আর পাওয়া যায় নি, হয়তো যখন তার বাবা তাকে ফোনে চেষ্টা করছিলেন তখন ছেলে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে ব্যস্ত ছিলেন।বেশ কয়েক ঘন্টা পর সিআরপিএফ এর জওয়ানরা ফোন করে তার বাবাকে জানান তার ছেলে আর নেই, দেশ এর জন্যে শহীদ হয়েছে শ্যামল। এর পরেই পরিবার সহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

খবর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অন্ততনাগের বীজবেহারাতে সিআরপিএফ এর একটি দল এলাকা পরিদর্শনে যায়, সেখানে সেই দলেই ছিলেন শ্যামল কুমার দে, এর পরেই হটাৎই জঙ্গিরা হামলা করে দেয় সেই দলের ওপর, জখম হন বাংলার সেনা শ্যামল সহ একজন বালক। এর পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে দুজনেই প্রানত্যাগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম