fbpx
Saturday, July 24, 2021
Homeদেশভগবান সমান সোনুকে রাখি পড়ালেন অসহায় এক মহিলা, ভিডিও ভাইরাল

ভগবান সমান সোনুকে রাখি পড়ালেন অসহায় এক মহিলা, ভিডিও ভাইরাল

ভগবান সমান সোনুকে রাখি পড়ালেন অসহায় এক মহিলা, ভিডিও ভাইরাল

গত বছরে করোনার প্রথম ঢেউ, লকডাউন থেকে শুরু করে করোনার দ্বিতীয় ঢেউ এর মতো বিপদ কালে মানব সেবায় আবারও এগিয়ে এসেছেন সাধারন মানুষের মাসিহা সোনু সুদ। সাধারণ মানুষের পাশে থেকে যে ভাবে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছেন বলিউড অভিনেতা তা সত্যিই প্রশংসনীয়।সিনেমার পর্দায় এই অভিনেতা যতটা মানুষের মন জয় করেছেন তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন মানুষের পাশে থেকে করোনাকালে একজন আসল করোনা যোদ্ধা রূপে।গত বছর লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেন যা রাজ্যের নেতা মন্ত্রীরা ও করে দেখাতে পারেননি। শুধু সেই শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনেননি সাথেই তাদের সকলে কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা ও করে দিয়েছিলেন অভিনেতা সোনু সুদ।

 

 

গত বছরের ন্যায় এইবছরও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সোনু।দেশে যখন অক্সিজেনের অভাব এই সময় তিনি অসহায় মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, যে দ্রুত দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ করবেন।কথা মতোই অন্ধ্রপ্রদেশের কুর্নুল গভারমেন্ট হাসপাতাল এবং নেল্লোর জেলা হাসপাতালে অক্সিজেন দুটি প্লান্ট বসানোর কাজ শুরু করেছেন। আরো অনেক রাজ্যে এই কাজ করবেন তিনি এমনটাও জানান অভিনেতা সোনু। সোনু সুদের সাধারণ মানুষদের প্রতি দায়িত্ব এবং কর্ত্তব্য পরায়ণতাকে স্যালুট জানিয়েছেন গোটা দেশের মানুষ তাই তো আজ অভিনেতা থেকে মানুষের কাছে তিনি ‘মাসিহা’বলে হয়তো বেশি পরিচিত।

 

 

তাই আসল লাইফের হিরোকে নানান ভাবে দেশের বিভিন্ন অংশের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।সম্প্রতি অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলা থেকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে,সোনুর একটি বড় পোস্টারে ফুলের মালা পরিয়ে, দুধ ঢেলে তাকে সম্মান এবং শ্রদ্ধা জানান কিছু স্থানীয় মানুষজন।এছাড়াও সোসাল মিডিয়ায় অভিনেতা সোনুর জয়জয়কার করেছেন বহু মানুষ।এরই মধ্যে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, মুম্বাইতে অবস্থিত সোনু সুদের অ্যাপার্টমেন্টের আওতায় থাকা কিছু অভাবী মানুষ তাদের হিরোর সাথে কথোপকথন করছিলেন এবং এর পরেই কথোপকথনের সময় এক মহিলা সোনুর কব্জিতে রাখি বেঁধে দিয়ে প্রণাম করছেন।রাখি পরিয়ে ওই মহিলা সোনুকে সম্মান জানালেন ঠিক তেমনি নিজের ভাই স্বরূপ ভালোবাসা দিলেন অভিনেতাকে।ভিডিওটি প্রকাশ পেতেই ব্যাপক হারে ভাইরাল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম