Home অফবিট অন্ধ সাধুর কথা হুবাহু গেল মিলে, অনেক আগেই নাকি বলেছেন করোনায় আক্রান্ত...

অন্ধ সাধুর কথা হুবাহু গেল মিলে, অনেক আগেই নাকি বলেছেন করোনায় আক্রান্ত হবে গোটা পৃথিবী!

গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাস এর প্রকোপ। সমগ্র বিশ্বকে করোনা ভাইরাস গ্রাস করে নিয়েছে। অনেকেই বলেছেন একাধিক ধর্মগ্রন্থে , একাধিক সিনেমায় , সাহিত্য করোনা ভাইরাস এর কথা রয়েছে। এই করোনা ভাইরাস এর কথা অনেকদিন আগেই বলেছিলেন বুলগেরিয়ার অন্ধ সাধু বাবা ভঙ্গা।

ভঙ্গা বাবার একজন ভক্ত বলেছেন , তিনি ১৯৯০ সাল নাগাদ এই ভঙ্গা বাবার সাথে দেখা করেছিলেন আর সেই সময় ভঙ্গা বাবা বলেছিলেন এই করোনা ভাইরাস এর কথা। ভঙ্গা বাবা বলেছিলেন এক সময় পৃথিবীতে ছড়িয়ে পরবে করোনা ভাইরাস আর এই ভাইরাস এর ফলে অনেক মানুষের মৃত্যু ঘটবে।

রেভাবা টুইটারে বলেছেন , ভঙ্গা বাবা বলেছেন আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট একটি অজানা রোগে মারা যাবে। আর আমেরিকার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তার মৃত্যুর সম্ভাবনা দেখা যায় নি। তাই অনেকেই মনে করছেন ভঙ্গা বাবার করোনা ভাইরাস এর কথা সত্যি হলেও তার আমেরিকার প্রেসিডেন্ট এর মৃত্যুর কথা সঠিক হয় নি।

অন্ধ ভঙ্গা বাবা বলেছেন , পৃথিবীর সমস্ত জায়গায় এই করোনা ভাইরাস ছড়িয়ে পরবে। আর এই করোনা ভাইরাস এ হাজার হাজার মানুষ আক্রান্ত হবে। রাশিয়ার মহিলা টুইটারে বললেন , ১৯৯০ সাল নাগাদ তিনি ভঙ্গা বাবার সাথে দেখা করেছিলেন। তখন ভঙ্গা বাবা বলেছিলেন কয়েক বছর পর পৃথিবী মহামারীতে ঢেকে যেতে পারে। ওই ব্যক্তি এই ভঙ্গা বাবার কথা ভুলে গিয়েছিলেন।

কিন্তু তার এখন সেই ভঙ্গা বাবার কথা মনে পড়লে তিনি সে কথা টুইটারে জানালেন। তিনি বললেন অন্ধ ভঙ্গা বাবার কথা একদম মিলে গেল। এই করোনা ভাইরাস যখন প্রথম আসে তখন তিনি ভেবেছিলেন এটি একটি চাইনিজ ফ্লু কিছুদিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই করোনা মরণ ভাইরাস সমগ্র পৃথিবীতে হানা দিয়েছে। এই মরণ ভাইরাস এর ফলে সমস্ত মানুষ ভয়ভীত হয়ে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম