বিহারে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। বিহারে প্রথম দফার ভোট হয়েছে ২৮ অক্টোবর, বাকি আছে আগামী ৩ নভেম্বর এবং ৭ নভেম্বরের ভোট , মোট তিন দফায় বিধানসভা নির্বাচন হবে।
নির্বাচনের ময়দানে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় বিহারে নির্বাচনরত রাজনৈতিক দলগুলি। কোনো নেতার জনপ্রিয়তা বুঝতে নির্বাচনী জনসভার জমায়েতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তাও একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর বিহারের ক্ষেত্রে ফেইসবুক এর জনপ্রিয়তার নিরিখে নীতিশ কুমার কে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন তেজস্বী যাদব। ভোটের দিন ঘোষণা থেকেই নীতীশের জনপ্রিয়তা কে ছাপিয়ে গেছেন তেজস্বী।
ফেসবুকে দুজনের ফলোয়ার সংখ্যা পনেরো লক্ষের কাছাকাছি হলেও ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দিন ঘোষণা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সময় কালে নীতিশ কুমার মোট ৬৭ টি রাজনৈতিক পোস্ট করে মোট রিঅ্যাকশন পেয়েছেন পেয়েছেন ৩লক্ষ ৭০ হাজারের মতো মানে প্রতি পোস্টে গড়ে ৫হাজার ৫৭২ টি অপরদিকে একই সময়ে ৯৪ টি রাজনৈতিক পোস্ট করে তেজস্বী ৪৭ লক্ষ রিঅ্যাকশন পেয়েছেন মানে গড়ে প্রতি পোস্টে প্রায় ৫১ হাজার রিঅ্যাকশন যা নীতীশের ৯গুন্।
তেজস্বীর পোস্টার ৩.৫ শতাংশ লাভ রিঅ্যাকশন আর অ্যাংরি রিঅ্যাকশন ০.৬৫ শতাংশ আর নীতীশের ক্ষেত্রে অ্যাংরি রিঅ্যাকশন ১.৬৫ শতাংশ অথাৎ তেজস্বীরথেকে প্রায় ৮০গুন্ বেশী মানুষ রাগ প্রকাশ করেছেন নীতীশের পোস্টে।
ভার্চুয়াল জগতের এই লড়াই নির্বাচনে আসলে কোনো প্রভাব ফেলবে কিনা বলা না গেলেও এই ফলাফল অক্সিজেন জুগিয়েছে তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট শিবিরে।